Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরান-রাশিয়া অংশীদারিত্ব চুক্তিতে প্রতিরক্ষা খাত অগ্রাধিকার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৪৬ পিএম

ইরান-রাশিয়া অংশীদারিত্ব চুক্তিতে প্রতিরক্ষা খাত অগ্রাধিকার

ইরান এবং রাশিয়ার মধ্যে একটি বিস্তৃত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। যার আওতায় প্রতিরক্ষা এবং নিরাপত্তা খাতও অন্তর্ভুক্ত থাকবে। 

রোববার রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুডেনকো এ তথ্য জানিয়েছেন।

রুডেনকো রাশিয়ার সংবাদ সংস্থা তাস-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এই অংশীদারিত্ব চুক্তির বিষয়বস্তু সম্পর্কে আগে থেকে বিস্তারিত কিছু জানাতে চাই না। তবে এটি বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যতের সম্ভাবনাময় ক্ষেত্রগুলোকে কভার করবে। এর মধ্যে প্রতিরক্ষা এবং নিরাপত্তা সম্পর্কিত বিষয়সমূহও অন্তর্ভুক্ত থাকবে।

২০০১ সালে স্বাক্ষরিত অনুরূপ একটি চুক্তি এই বিষয়গুলোকে অনেক সংক্ষিপ্ত আকারে অন্তর্ভুক্ত করেছিল জানিয়ে তিনি বলেন, তবে গত দুই দশকে ইরান-রাশিয়া সম্পর্কের প্রকৃতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। এখন এই সম্পর্ক নতুন গতিশীলতা ও মান অর্জন করেছে।

রুডেনকো উল্লেখ করেন, আঞ্চলিক পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক বেশি জটিল। আমরা আমাদের ইরানি বন্ধুদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করছি এবং শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।

এই অংশীদারিত্ব চুক্তি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিরক্ষা ও নিরাপত্তা ছাড়াও চুক্তিটি জ্বালানি, শিল্প, পরিবহন এবং কৃষি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সুযোগ উন্মুক্ত করবে।

এ চুক্তি উভয় দেশের মধ্যে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বের ভিতকে আরও মজবুত করবে বলে আশা করা হচ্ছে। সূত্র: মেহের নিউজ এজেন্সি

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম