Logo
Logo
×

আন্তর্জাতিক

শিক্ষার্থী আটকের ঘটনায় মিত্র রাশিয়ার প্রতি তীব্র প্রতিবাদ ইরানের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০১:১৭ পিএম

শিক্ষার্থী আটকের ঘটনায় মিত্র রাশিয়ার প্রতি তীব্র প্রতিবাদ ইরানের

রাশিয়ার কাজান শহরের একটি বিশ্ববিদ্যালয়ে ইরানি ছাত্রদের গ্রেফতারকে ‘হিংসাত্মক’ হিসাবে বর্ণনা করেছে তেহরান। এ নিয়ে ইরান মস্কোর কাছে প্রতিবাদ জানিয়েছে।

শনিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য ডন।

জানা গেছে, শুক্রবার কাজান ফেডারেল ইউনিভার্সিটির ভিসা এক্সটেনশন সেন্টার পরিদর্শন করা দুই ইরানি ছাত্রকে ১০ পুলিশ মারধর করে পরে গ্রেফতার করে।  

এর প্রতিক্রিয়ায় ইরান রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ কর্তৃক ইরানি শিক্ষার্থীদের ‘অমানুষিক ও অন্যায়ভাবে প্রহারের’  নিন্দা জানিয়ে একটি প্রতিবাদ নোট জমা দিয়েছে।

রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র ইরান এই ঘটনার ব্যাখ্যা চেয়েছে।  পরে অবশ্য মস্কােতে অবস্থিত ইরানি কনস্যুলেটের হস্তক্ষেপে শুক্রবার গভীর রাতে ওই দুই শিক্ষার্থীকে ছেড়ে দেওয়া হয়।

টেলিগ্রামের মাধ্যমে কাজান পুলিশের সংবাদ বিভাগ জানায়, শিক্ষার্থীদের মধ্যে সংঘাত যখন শারিরীক সংঘর্ষের রূপ নেয় তখন পুলিশ ‘উস্কানিদাতাদের’ আটক করে।

ওই বিবৃতিতে গ্রেফতারদের নাগরিকত্ব সম্পর্কে কিছু জানানো হয়নি।

কাজানের আঞ্চলিক তদন্ত কমিটিও শুক্রবার জানায়, কর্তৃপক্ষের এক প্রতিনিধির বিরুদ্ধে সহিংস হয়ে ওঠার অভিযোগে দু’জন বিদেশী নাগরিককে গ্রেফতার করা হয়।

মস্কোতে তেহরানের রাষ্ট্রদূত কাজেম জালালি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে উল্লেখ করেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই ঘটনার প্রতি নজর রাখছিলেন।

শুক্রবার আরেকটি পোস্টে জালালি ইরানি শিক্ষার্থীদের প্রতি যেকোনো ধরনের অসদাচারণের নিন্দা করেন এবং দায়ী রুশ কর্তৃপক্ষের জবাবদিহিতার আহ্বান জানান।

মস্কো এখনও বিস্তারিত প্রতিক্রিয়া জানায়নি, তবে এই অপ্রীতিকর ঘটনাটি দুই মিত্র দেশের কূটনৈতিক সম্পর্কে ফাটল ধরবে বল মনে হয় না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম