Logo
Logo
×

আন্তর্জাতিক

সিরিয়ায় ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০৯:১১ এএম

সিরিয়ায় ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত

মার্কিন সংবাদমাধ্যম দাবি করেছে, সিরিয়ায় সাম্প্রতিক বিমান হামলায় ইসরাইলি সামরিক বাহিনী হিজবুল্লাহর একজন সিনিয়র কমান্ডারকে হত্যা করেছে।  যিনি ২০০৭ সালে ইরাকে মার্কিন সেনাদের উপর হামলার পরিকল্পনা করতে সহায়তা করেছিলেন বলে জানা গেছে।

শনিবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, আলী মুসা দাকদুক যিনি মার্কিন সেনাদের ওপর কারবালার অভিযানে প্রধান ভূমিকা পালন করেছিলেন।  যেখানে আমেরিকান নিরাপত্তা দলের ছদ্মবেশে যোদ্ধারা একটি ঘাঁটিতে প্রবেশ করেছিল, গুলি চালায় এবং পাঁচ মার্কিন সেনাকে হত্যা করেছিল। 

ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তা এনবিসিকে বলেছেন, কখন বা কোথায় সিরিয়ায় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়, বা এটি বিশেষভাবে দাকদুককে লক্ষ্য করেছে কিনা তাও স্পষ্ট নয়।

জানা যায়, দাকদুক মার্কিন বাহিনীর হাতে ধরা পড়েছিল কিন্তু পরে বাগদাদ থেকে মার্কিন প্রত্যাহারের পর ইরাকি সরকার তাকে ছেড়ে দেয়।

গত সেপ্টেম্বর থেকে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলার পাশাপাশি সিরিয়াতেও আক্রমণ চালাচ্ছে ইসরাইল।  বৈরুতে ইসরাইলের অব্যাহত হামলার মুখে অনেক হিজবুল্লাহ যোদ্ধা সিরিয়াতে আশ্রয় নিয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম