জাতিসংঘে ইরানি দূত
গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো ‘লজ্জাজনক’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০৯:২৩ পিএম
গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো দেওয়াকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি। একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ইসরাইলের তাবেদারি বন্ধ করার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের এক বৈঠকে বক্তব্য দেওয়ার সময় ইরাভানি বলেন, ইসরাইলের অপরাধের পেছনে যুক্তরাষ্ট্রের ‘অটল’ সমর্থন এবং নিরাপত্তা পরিষদের ‘নিষ্ক্রিয়তা’ই মূল কারণ।
কী ছিল প্রস্তাবে
বুধবার (২০ নভেম্বর) জাতিসংঘে গৃহীত প্রস্তাবে ‘তাৎক্ষণিক, নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতি’ দাবি করা হয়। তবে যুক্তরাষ্ট্রের ভেটো এই প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয়।
ইরাভানি বলেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ মানবিক প্রচেষ্টাকে ব্যাহত করেছে এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তির জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে।
ইরাভানি এ সময় সতর্ক করে বলেন, ইসরাইলের চলমান অপরাধগুলো ‘গভীরতর যুদ্ধের শঙ্কা তৈরি করছে, যা বৈশ্বিক প্রভাব ফেলতে পারে’।
তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ‘ইসরাইলের দায়মুক্তি বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার’ আহ্বান জানান।
ইসরাইলের অব্যাহত হামলা ও মানবিক সংকট
এদিকে অবরুদ্ধ গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে অব্যাহত ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৪৪,০৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। সেই সঙ্গে আহত হয়েছেন আরও ১,০৪,২৬৮-এরও বেশি।
অন্যদিকে লেবাননেও আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরাইল। সেখানেও সাড়ে ৩ হাজারেরও বেশি লেবানিজ নিহত এবং ১৪ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।
ইরাভানি এ সময় সিরিয়ার অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘ইসরাইলি শাসন সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে সমন্বয় করে সিরিয়ার অবকাঠামো ধ্বংস করার উদ্দেশ্যে একটি পরিকল্পিত নীতি অনুসরণ করছে’।
তিনি সিরিয়ার সার্বভৌমত্ব বজায় রেখে একটি রাজনৈতিক সমাধানের আহ্বান জানান।
বিশ্ব রাজনীতি ও সমাধানের পথে বাধা
ইরানের মতে, ইসরাইলের অপরাধে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির মদদ মানবিক প্রচেষ্টা ও আঞ্চলিক শান্তির পথে সবচেয়ে বড় বাধা। সূত্র: মেহের নিউজ এজেন্সি