Logo
Logo
×

আন্তর্জাতিক

কলম্বিয়ায় গেরিলা হামলায় ৫ সেনা নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০৬:৪৭ পিএম

কলম্বিয়ায় গেরিলা হামলায় ৫ সেনা নিহত

কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর আনোরিতে ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) গেরিলা গোষ্ঠীর হামলায় অন্তত পাঁচ সেনা সদস্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিরক্ষামন্ত্রী ইভান ভেলাসকেস নিহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একইসঙ্গে তিনি ELN-এর বিরুদ্ধে ‘জোরালো’ প্রতিরোধমূলক অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন।

কলম্বিয়ার সেনাবাহিনী তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এই হামলার নিন্দা জানিয়েছে। তারা জানিয়েছে, হতাহত সেনাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য একটি বিশেষ দল কাজ করছে। হামলাস্থলে সামরিক অভিযান আরও জোরদার করা হয়েছে।

ELN এবং শান্তি প্রক্রিয়া

ELN হলো কলম্বিয়ার সবচেয়ে পুরনো সক্রিয় গেরিলা গোষ্ঠী। এটি বর্তমানে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সরকারের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছে। 

২০২২ সালে দায়িত্ব নেওয়ার পর পেত্রো ‘পরিপূর্ণ শান্তি’ (Total Peace) নীতির প্রস্তাব করেন। তার এই নীতি দেশটির বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আলোচনা করে ৫০ বছরেরও বেশি সময় ধরে চলা সহিংসতার অবসান ঘটানোর লক্ষ্য নির্ধারণ করে।

তবে সশস্ত্র গোষ্ঠীটির সাম্প্রতিক এই হামলা দেশটির শান্তি প্রক্রিয়ার প্রেক্ষাপটে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। সূত্র: মেহের নিউজ এজেন্সি

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম