আদানির দুর্নীতি নিয়ে বির্তকের মুখে মোদি সরকার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ১২:২৮ পিএম
আদানির দুর্নীতি নিয়ে এবার খোদ ভারতেই বির্তকের মুখে পড়েছে নরেন্দ্র মোদির বিজেপি সরকার। বিরোধী দলীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী গৌতম আদানির বিরুদ্ধে সংসদীয় তদন্তের দাবি জানিয়েছেন। আদানিকে মোদি সরকার সুরক্ষা দিচ্ছে বলেও অভিযোগ করেছেন এই নেতা।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সংবাদ সম্মেলনে বিজেপিকে একহাত নেন রাহুল। আদানিকে মোদি সরকার সুরক্ষা দিচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি।
রাহুল বলেন, বিজেপি সরকারের অর্থ-সংক্রান্ত সব বিষয় নিয়ন্ত্রণ করে আদানি।
যুক্তরাষ্ট্রে আদানির জালিয়াতির বিষয়টি সামনে আসার পর এ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
আর তাই, মোদি সরকার চাইলেও আদানির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে না বলে অভিযোগ রাহুলের।
বিরোধী দলের নেতা হিসেবে লোকসভায় আদানির জালিয়াতি ইস্যুটি তুলে ধরার কথা জানান রাহুল গান্ধী। সেইসঙ্গে গৌতম আদানির বিরুদ্ধে সংসদীয় তদন্তেরও আহ্বান জানিয়ে তাকে গ্রেফতারের দাবি তোলেন তিনি।
রাহুল বলেন, বিরোধী দলের নেতা হিসেবে এই ইস্যুটি উত্থাপন করা আমার দায়িত্ব। প্রধানমন্ত্রী (মোদি) তাকে শতভাগ সুরক্ষা দিচ্ছেন। গৌতম আদানি দুর্নীতির মাধ্যমে ভারতের সম্পদ ভোগদখল করছেন। তিনি বিজেপিকে সমর্থন দেন। আমরা বারবার এই ইস্যুতে কথা বলব। আমরা একটি যৌথ সংসদীয় কমিটির পাশাপাশি আদানির গ্রেফতারের দাবি জানাচ্ছি।
এদিন সংবাদ সম্মেলনে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও গৌতম আদানি যতদিন একসঙ্গে থাকবে ততদিন ভারতে তারা সুরক্ষিত বলেও মন্তব্য করেন রাহুল গান্ধী।
ঘুসকাণ্ডে নাম জড়িয়েছে গৌতম আদানি এবং তার ঘনিষ্ঠ ছয়জনের বিরুদ্ধে। আমেরিকার আদালত সরকারি আধিকারিকদের ঘুস দেওয়া এবং ঘুসের প্রস্তাব দেওয়ার জন্য অভিযুক্ত করেছে আদানিকে।
তার বিরুদ্ধে অভিযোগ, বাজারের থেকে বেশি দামে সৌরবিদ্যুৎ বিক্রির বরাত পেতে অন্ধ্রপ্রদেশসহ বেশ কয়েকটি রাজ্যের সরকারি আধিকারিকদের ঘুস দিয়েছিলেন আদানিরা। এ ক্ষেত্রে নির্দিষ্ট ভাবে অভিযোগ উঠেছে অন্ধ্রের এক শীর্ষ আমলার বিরুদ্ধে। আর সেই সূত্রে আতশকাচের তলায় চলে এসেছে অন্ধ্রের সাবেক মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি এবং তার দল ওয়াইএসআর কংগ্রেসের ভূমিকাও।