
প্রিন্ট: ১৩ এপ্রিল ২০২৫, ০৫:২৪ এএম
ইউক্রেন যুদ্ধ নিয়ে নতুন বার্তা পুতিনের

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ১১:৩১ এএম

আরও পড়ুন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যুদ্ধ নিয়ে নতুন বার্তা দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন তাদের অস্ত্র দিয়ে ইউক্রেনকে রাশিয়াতে হামলা চালানোর অনুমতির মাধ্যমে এ যুদ্ধকে বৈশ্বিক যুদ্ধে পরিণত করেছে। পশ্চিমাদের পালটা হামলার হুঁশিয়ারি দিয়েছেন। খবর রয়টার্সের।
বৃহস্পতিবার পুতিন বলেন, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের অস্ত্র ব্যবহার করে হামলা চালানোর প্রতিক্রিয়ায় ইউক্রেনের সামরিক স্থাপনায় মিড রেঞ্জের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এ ধরনের হামলা আরও হবে বলে পুতিন সতর্কবার্তা দিয়েছেন। এ ধরনের অস্ত্র ব্যবহার করে হামলা চালানোর আগে বেসামরিক নাগরিকদের সতর্ক করা হবে।
তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের অনুমোদনের পর গত ১৯ নভেম্বর ইউক্রেন রাশিয়াতে যুক্তরাষ্ট্রের তৈরি ছয়টি এটিএসিএমএস অস্ত্র দিয়ে হামলা চালায় ইউক্রেন। এছাড়া ২১ নভেম্বর ব্রিটেনের তৈরি স্টর্ম শ্যাডো ও যুক্তরাষ্ট্রে এইচআইএমএআরএস অস্ত্র দিয়ে আবারও হামলা চালায় কিয়েভ।
ঘটনাপ্রবাহ: ইউক্রেন যুদ্ধ
আরও পড়ুন