আইসিসির গ্রেফতারি পরোয়ানা ‘হাস্যকর’ ও ‘ইহুদিবিরোধী’: ইসরাইল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৮:৫৪ পিএম
যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির পর এবার প্রতিক্রিয়া জানিয়েছে ইসরাইল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এই রায়কে ‘হাস্যকর’, ‘মিথ্যা’ এবং ‘ইহুদিবিরোধী’ বলে অভিহিত করেছেন।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, তারা ইসরাইলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে
আনা অভিযোগ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে।
নেতানিয়াহুর কার্যালয় বলেছে, ইসরাইলের সব যুদ্ধের লক্ষ্য অর্জন না
হওয়া পর্যন্ত দেশটি ‘চাপের কাছে নতি স্বীকার করবে না, দমে যাবে না এবং পিছু হটবে না’।
বৃহস্পতিবার দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে
গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এছাড়াও ইসরাইলি সাবেক
প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও হামাসের সামরিক কমান্ডারের বিরুদ্ধেও পরোয়ানা জারি
করেছে হেগের এই আন্তর্জাতিক আদালত।
এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাক-বিচারক চেম্বার আদালত ইসরাইলের চ্যালেঞ্জ
প্রত্যাখ্যান করেছে এবং বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইয়োভ গ্যালান্টের জন্য ওয়ারেন্ট
জারি করেছে।
হামাস নেতা মোহাম্মদ দেইফের জন্যও একটি পরোয়ানা জারি করা হয়েছিল, যদিও
ইসরাইলি সামরিক বাহিনী বলেছে যে জুলাই মাসে গাজায় একটি বিমান হামলায় তিনি নিহত হয়েছেন।
বিচারকরা বলেছেন, ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধের সময় যুদ্ধাপরাধ এবং
মানবতাবিরোধী অপরাধের জন্য এই তিন ব্যক্তিকে অপরাধের জন্য দায়ী করার ‘যুক্তিসঙ্গত
কারণ’ আছে।