Logo
Logo
×

আন্তর্জাতিক

ব্রাজিলের প্রেসিডেন্টকে হত্যাচেষ্টার রহস্য উন্মোচন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০২:৪২ পিএম

ব্রাজিলের প্রেসিডেন্টকে হত্যাচেষ্টার রহস্য উন্মোচন

ব্রাজিলের পুলিশ মঙ্গলবার জানিয়েছে, প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে হত্যার পরিকল্পনায় সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর মন্ত্রিসভার এক সদস্যসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে চারজন সৈনিক এবং একজন পুলিশ কর্মকর্তা রয়েছে। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

২০২২ সালের অক্টোবরে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি সেসময় ক্ষমতাসীন জাইর বলসোনারোকে অল্প ব্যাবধানে পরাজিত করেছিলেন।  যদিও বলসোনারো তার পরাজয় মেনে নেননি।

এনডিটিভির প্রতিবেদন অনুসারে, লুলা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণের ঠিক দুই সপ্তাহ আগে ২০২২ সালের ১৫ ডিসেম্বর ওই ষড়যন্ত্র হয়। লুলা ছাড়াও তার ভাইস-প্রেসিডেনশিয়াল রানিং মেট জেরাল্ডো অ্যালকমিনকে হত্যারও ষড়যন্ত্র করা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে।

পুলিশের জব্দ করা নথিতে, লুলা এবং তার ভাইস প্রেসিডেন্ট জেরাল্ডো অ্যালকমিনকে গুলি করা বা বিষ দেওয়ার পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। এছাড়া নতুন নির্বাচনের জন্য দুই অবসরপ্রাপ্ত সেনা জেনারেল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অগাস্টো হেলেনো এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ব্রাগা নেটোকে দায়িত্বে দেওয়া হয়। 

পুলিশ এক বিবৃতিতে বলেছে, ষড়যন্ত্রের মধ্যে একটি বিস্ফোরক ডিভাইস বা বিষ দিয়ে সুপ্রিম কোর্টের একজন বিচারপতিকে হত্যার চেষ্টা অন্তর্ভুক্ত ছিল।

মূলত, লুলার শপথ গ্রহণ মেনে নিতে পারেনি  বলসোনারোর সমর্থকরা। নির্বাচনের পর তারা কংগ্রেস, সুপ্রিম কোর্ট এবং প্রেসিডেন্টে প্রাসাদে হামলা চালায় এবং ভবনগুলো ভাঙচুর করে। পুলিশ শেষ পর্যন্ত দাঙ্গাকারীদের সরাতে সক্ষম হয় এবং কয়েক হাজার জনকে আটক করে।

বর্তমানে লুলাকে হত্যার চক্রান্তের অভিযোগ নিয়ে রাজনৈতিক অস্থিরতা চলছে ব্রাজিলে। চক্রান্তের পেছনে পুলিশ এবং সেনা সদস্য আটক হওয়ার মধ্য দিয়ে এই সঙ্কট আরো গভীর হয়েছে। এতে নিরাপত্তা বাহিনী এবং প্রেসিডেন্ট লুলার মধ্যে দূরত্বও বাড়তে পারে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম