Logo
Logo
×

আন্তর্জাতিক

ধনকুবের হওয়ার্ড লুটনিককে বাণিজ্যমন্ত্রী পদে মনোনয়ন দিলেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ১১:১৫ এএম

ধনকুবের হওয়ার্ড লুটনিককে বাণিজ্যমন্ত্রী পদে মনোনয়ন দিলেন ট্রাম্প

মার্কিন বাণিজ্য বিভাগের নেতৃত্ব দেওয়ার জন্য বিনিয়োগকারী ও ধনকুবের হাওয়ার্ড লুটনিককে মনোনয়ন দিয়েছেন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি।

এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, আর্থিক সংস্থা ক্যান্টর ফিটজেরাল্ডের প্রধান নির্বাহী লুটনিক মার্কিন প্রশাসনের ‘শুল্ক এবং বাণিজ্যিক এজেন্ডা’ পরিচালনা করবেন। 

লুটনিকের ভূয়সী প্রশংসা করে ট্রাম্প বলেন, ‘তার (লুটনিক) ওয়াল স্ট্রিটে ৩০ বছরের বেশি সময় ধরে কাজ করার দুর্দান্ত অভিজ্ঞতা রয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের রাজস্ব ও বাণিজ্যের বিষয়গুলোয় নেতৃত্ব দেবেন। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের অতিরিক্ত প্রত্যক্ষ দায়িত্বও সামলাবেন।’

বিবিসির প্রতিবেদন অনুসারে, লুটনিক ট্রেজারি সেক্রেটারির হওয়ার দৌড়েও এগিয়ে ছিলেন, এই পদ বাণিজ্যমন্ত্রীর চেয়েও গুরুত্বপূর্ণ ভাবা হয়। ট্রাম্প এখনও ট্রেজারি বিভাগের জন্য কাকে মনোনয়ন দিবেন, এখনো সে সিদ্ধান্ত নিতে পারেননি। দ্বিতীয় মেয়াদে অর্থনৈতিক এবং ট্যাক্স নীতির ক্ষেত্রে ব্যাপক কর্তৃত্ব দেখাতে পারেন ট্রাম্প।

লুটনিক, নিউ ইয়র্কের লং আইল্যান্ডের বাসিন্দা, দীর্ঘদিনের রিপাবলিকান এবং ট্রাম্পের কট্টর সমর্থক। তিনি স্ব-ঘোষিত শক্তিশালী পুঁজিবাদী। একইসঙ্গে ট্রাম্পের প্রতিযোগিতামূলক বৃদ্ধির মডেল প্রস্তাবের পক্ষের লোক হিসেবে বিবেচিত। ট্রাম্পের প্রচারাভিযানের সময়, তিনি শুল্ক এবং আয়কর বর্জনসহ বিভিন্ন আলোচিত পরিকল্পনা প্রণয়নে মুখপাত্র হিসাবে কাজ করেছিলেন।

এছাড়া ৫ নভেম্বর মার্কিন নির্বাচনের পর রিপাবলিকান পার্টির ক্ষমতা গ্রহণের প্রস্তুতি–সংক্রান্ত দলের কো–চেয়ার হিসেবেও দায়িত্ব পালন করছেন হাওয়ার্ড লুটনিক।

৯/১১ যুক্তরাষ্ট্রে আল কায়েদার হামলার পর পরিচিতি এবং গুরুত্ব বেড়ে যায় লুটনিকের। ওই দিন তার ভাইসহ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অফিসে কর্মরত ৬০০ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়।  লুটনিক হামলার সময় কর্মস্থলে ছিলেন না। ওই সময় তার এক সন্তানকে কিন্ডারগার্টেনে নিয়ে যাচ্ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম