Logo
Logo
×

আন্তর্জাতিক

দূষণ প্রতিরোধে বৃষ্টির জন্য নামাজ পড়ার আহ্বান পাক প্রধানমন্ত্রীর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ১১:৩৪ এএম

দূষণ প্রতিরোধে বৃষ্টির জন্য নামাজ পড়ার আহ্বান পাক প্রধানমন্ত্রীর

বৃহস্পতিবার লাহোরকে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে চিহ্নিত করেছে সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার। বায়ু দূষণের তালিকায় শীর্ষে থাকা পাকিস্তানের লাহোর শহর স্কোর ৬৮২। অর্থাৎ এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।  

এমন আবহে শেহবাজ শরীফ বিশ্বাস এবং সংহতির গুরুত্বের উপর জোর দিয়ে, বৃষ্টির জন্য নামাজ-ই-ইস্তিসকা (বৃষ্টির জন্য প্রার্থনা) বিশেষ প্রার্থনায় অংশ নিতে জাতির প্রতি আহ্বান জানিয়েছেন।  

শুক্রবার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন।

এই উদ্যোগটি সঙ্কট সময়ে আধ্যাত্মিক অনুশীলনের উপর জাতির নির্ভরতাকে প্রতিফলিত করে। বিশেষ করে দূষণ প্রতিরোধে বৃষ্টির কার্যকারিতা অনেক। এছাড়া কৃষি, জলসম্পদ এবং সামগ্রিক অর্থনীতিকে প্রভাবিত করে এমন আবহাওয়া-সম্পর্কিত চ্যালেঞ্জ মোকাবেলায় বৃষ্টি জরুরি।   

বৃহস্পতিবার এক বিবৃতিতে, পাক প্রধানমন্ত্রী জনসাধারণকে প্রার্থনায় অংশ নেওয়ার জন্য এবং বিশেষভাবে শুষ্ক আবহাওয়ার কারণে চলমান দূষণের মাত্রা রোধ করতে বৃষ্টিপাতের জন্য আল্লাহর সাহায্য কামনা করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমি জাতিকে নামাজ-ই-ইসতিসকা পড়ার অনুরোধ করছি এবং বৃষ্টির জন্য আন্তরিকভাবে প্রার্থনা করছি। ধর্মীয় পণ্ডিত এবং সুফি নেতাদের নামাজের আয়োজন নিশ্চিত করতে তাদের ভূমিকা পালন করা উচিত।’

প্রধানমন্ত্রী শেহবাজ বৃষ্টিপাতের সম্ভাব্য উপকারিতা তুলে ধরে বলেন, ‘এটি পরিবেশের উন্নতি করতে পারে এবং রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারে, যা বৃষ্টির অভাবের কারণে বেড়েছে। ’

‘বৃষ্টি মানুষের জন্য স্বস্তি এনে দেবে এবং চলমান দুর্ভোগ কমাতে সাহায্য করবে।’

তিনি আরও অনুরোধ করে বলেছেন, ‘ফেডারেল এবং প্রাদেশিক প্রশাসনের অধীনে সারা দেশে সব মসজিদে নামাজ-ই-ইসতিসকা পরিচালনা করা হোক।  এই কঠিন সময়ে, বৃষ্টির প্রার্থনায় আধ্যাত্মিক সংহতি প্রয়োজন’।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম