Logo
Logo
×

আন্তর্জাতিক

সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ১৫

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ০৭:৩৩ এএম

সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ১৫

সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠের কয়েকটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে অন্তত ১৫ জন নিহত এবং  ১৬ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সামরিক সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্ত ভবনগুলো রাজধানীর পশ্চিমে অবস্থিত মাজেহ ও কুদসাইয়ার উপকণ্ঠে অবস্থিত। ইসরাইলি সেনাবাহিনীর রেডিও জানিয়েছে, দামেস্কে হামলার লক্ষ্যবস্তু ছিল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের সদর দপ্তর এবং অন্যান্য সম্পদ। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি তারা।

প্রসঙ্গত, ইসরাইল বহু বছর ধরে সিরিয়ায় ইরান-সংযুক্ত লক্ষ্যবস্তুর ওপর আক্রমণ চালাচ্ছে। তবে গত বছরের ৭ অক্টোবর গাজার যুদ্ধে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের ইসরাইলি ভূখণ্ডে হামলার পর থেকে এই ধরনের আক্রমণ বৃদ্ধি পেয়েছে।

মূলত সিরিয়ায় অবস্থানরত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ এবং ইরানের বিপ্লবী গার্ডসের কমান্ডাররা মাজেহ এলাকায় বসবাস করেন। সাম্প্রতিক ইসরাইলি হামলায় সেখানে গোষ্ঠীগুলোর কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম