Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানে ইসরাইল-সংশ্লিষ্ট ৪ সন্ত্রাসী নিহত, আটক ১২

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০৬:৪৭ পিএম

ইরানে ইসরাইল-সংশ্লিষ্ট ৪ সন্ত্রাসী নিহত, আটক ১২

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিস্তান-বালুচিস্তানে ইসরাইলি বাহিনীর সঙ্গে সম্পৃক্ত ৪ সন্ত্রাসীকে হত্যা এবং ১২ জনকে আটক করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

বুধবার আইআরজিসি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, সিস্তান-বালুচিস্তান প্রদেশে চলমান নিরাপত্তা অভিযানের সময় আইআরজিসি বাহিনী ১২ জন সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়েছে। 

এছাড়া গত দুই দিনে ৪ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন এই অভিযানের মুখপাত্র জেনারেল আহমেদ শাফায়ি।

তিনি জানান, এই অভিযানের ধারাবাহিকতায় গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর সঙ্গে সম্পৃক্ত ৪ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে এবং ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আরও ৫ জন নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। 

বিপ্লবী গার্ড বাহিনী তাদের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী মহড়া চালিয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি।

জেনারেল শাফায়ি জানান, গত ৩১ অক্টোবর শুরু হওয়া এই সামরিক অভিযানটি দেশের নির্দিষ্ট অঞ্চলে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে।

আইআরজিসির এই মুখপাত্র এর আগে বলেছিলেন যে, সিস্তান-বালুচিস্তান প্রদেশের সারবাজ, কালাত, নিক শহর, রাস্ক, মেহরিস্তান এবং কাসর-এ-কান্দ জেলাগুলোতে এই সামরিক অভিযান পরিচালিত হচ্ছে। সূত্র: ইরনা ও মেহর নিউজ এজেন্সি

ঘটনাপ্রবাহ: ইরান ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম