Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসলামে উঁচু-নিচু জাতিভেদ নেই: শমীক ভট্টাচার্য

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০২:০২ পিএম

ইসলামে উঁচু-নিচু জাতিভেদ নেই: শমীক ভট্টাচার্য

ছবি: সংগৃহীত

মুসলিমরা বিজেপিকে ভোট দেন না বলে যখন প্রতিদিন অভিযোগ করছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তখন ইসলামের প্রশংসা শোনা গেল তারই দলের রাজ্যসভার সংসদ সদস্যের মুখে। 

সোমবার এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইসলামকে ‘সৌভ্রাতৃত্বের ধর্ম’ বলে উল্লেখ করলেন রাজ্য থেকে রাজ্যসভায় জায়গা পাওয়া একমাত্র বিজেপি সংসদ সদস্য শমীক ভট্টাচার্য। 

রাজ্য বিজেপির মুখপাত্র হিসেবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূলের কমিশনে অভিযোগ জানানো নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে একথা বলেন তিনি।

এদিন শমীক বলেন, যারা ইসলামের অবস্থানের সম্পূর্ণ বিরোধী ও তাদের দাবির বিরোধী তাদের উদ্দেশে বলছি—ইসলাম হল রিলিজিয়ন অফ ব্রাদারহুড। সেখানে সৌভ্রাতৃত্ব আছে। উচ্চ নিচু নেই। সেখানে জাতিভেদ নেই। সেখানে যারা সংপক্ষণের রাজনীতি করেন সেটা কোন মেরুকরণের মধ্যে পড়ে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম