Logo
Logo
×

আন্তর্জাতিক

রুশ গোয়েন্দা সংস্থার দাবি

জেলেনস্কিকে সরানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৪:৪২ পিএম

জেলেনস্কিকে সরানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এমনটাই দাবি করেছে রাশিয়ার গোয়েন্দা সংস্থা এসভিআর (SVR)। 

রোববার এসভিআর-এর এক বিবৃতিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ‘অত্যন্ত দাম্ভিক’ অভিহিত করে জেলেনস্কিকে ‍সরিয়ে ইউক্রেনে অন্য কাউকে বসানোর জন্য বিভিন্ন কৌশল নিয়ে কাজ করছে।

রাশিয়ান সংবাদ সংস্থা তাস (TASS) জানিয়েছে, এসভিআর থেকে প্রাপ্ত তথ্যমতে, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মাঝেই যুক্তরাষ্ট্র ইউক্রেনে আগামী বছর প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন আয়োজন করার বিষয়টি বিবেচনা করছে। এর মাধ্যমে বর্তমান নেতৃত্বকে সরিয়ে দেওয়া হতে পারে বলে জানিয়েছে এসভিআর।

এসভিআর আরও জানায়, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সংস্থা ইউক্রেনের সুশীল সমাজের সংস্থাগুলোর ওপর প্রভাব বিস্তার করে তাদেরকে এমন একটি নির্বাচন প্রচারণায় উৎসাহিত করবে, যা জনগণের মধ্যে ব্যাপক সমর্থন পাবে। 

নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রার্থীরা যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে মনোনীত হবেন এবং মার্কিন এনজিওগুলো স্থানীয় সংগঠনগুলোকে নির্বাচন পর্যবেক্ষণে সাহায্য করবে বলেও উল্লেখ করেছে রুশ গোয়েন্দা সংস্থাটি।

এছাড়াও, যুক্তরাষ্ট্রের উদ্যোগে পশ্চিমা অর্থায়নে পরিচালিত ইউক্রেনীয় কর্মীরা নতুন একটি প্রো-আমেরিকান রাজনৈতিক দল গঠনের বিষয়ে আলোচনা শুরু করেছে বলেই জানিয়েছে এসভিআর। 

রুশ গোয়েন্দা সংস্থাটির দাবি, এই দলটি ইউক্রেনের পার্লামেন্ট ভারখোভনা রাদায় (Verkhovna Rada) প্রবেশ করে যে কোনো ইউক্রেনীয় নেতাকে নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এসভিআর-এর মতে, এই কর্মসূচি দেখাচ্ছে যে, মার্কিন উচ্চপর্যায়ের কর্মকর্তারা ইউক্রেনের ভবিষ্যৎ ও এর নেতৃত্ব সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের হাতেই রাখতে চাইছেন। সূত্র: মেহের নিউজ এজেন্সি

ঘটনাপ্রবাহ: ইউক্রেন যুদ্ধ


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম