Logo
Logo
×

আন্তর্জাতিক

কত টাকা বেতন নেন মুখ্যমন্ত্রী মমতা?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৪:২৯ পিএম

কত টাকা বেতন নেন মুখ্যমন্ত্রী মমতা?

ছবি: সংগৃহীত

ভারতের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কত টাকা বেতন পাবেন এবং ভাতা বাবদ কত টাকা পাবেন, তা নির্ধারণ করে থাকে সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভা। মুখ্যমন্ত্রীরা বেতনের পাশাপাশি ‘সাম্পচুয়ারি অ্যালোওয়েন্স’ (অতিথিদের জন্য), বিনামূল্যে থাকার জায়গা, যাতায়াত বাবদ ভাতাসহ বিভিন্ন ভাতা পেয়ে থাকেন। একইভাবে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও সেই বেতন এবং ভাতা পাওয়ার কথা। তিনি সেই বেতন এবং ভাতা পাওয়ার যোগ্য। 

তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজে দাবি করেছেন যে তিনি বেতন বা ভাতা বাবদ রাজ্য সরকারের কোষাগার থেকে এক পয়সাও নেন না। গত বছর সেপ্টেম্বরে যখন পশ্চিমবঙ্গের মন্ত্রী এবং বিধায়কদের ভাতা বৃদ্ধি করা হয়েছিল, তখনও মুখ্যমন্ত্রীর বেতন বাড়ানো হয়নি। 

ওই সময় মমতা বলেছিলেন, মুখ্যমন্ত্রী হিসেবে কোনো বেতন নেন না। নিজের বইয়ের স্বত্ব বাবদ যে রয়্যালটির টাকা পান, সেটাই তার জন্য যথেষ্ট। 

সেইসময় পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘প্রত্যেকের বেতন বাড়ানো হচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রীর বেতন বাড়ানো হল না। আমরা সবাই জানি যে আপনি বেতন নেন না। সেটা আপনার মহানুভবতা। কিন্তু ভবিষ্যতের কথা ভেবে বেতনের সংশোধনের বিষয়টি প্রয়োজনীয়। ভবিষ্যতের কথা ভেবে সরকারিভাবে আপনার বেতন বাড়ানো হোক। নাহলে বিষয়টা ভালো দেখায় না। আপনার ভাতা বৃদ্ধি করারও অনুরোধে জানাচ্ছি। 

যদিও সেই অনুরোধে সাড়া দেননি মুখ্যমন্ত্রী। সেই পরিস্থিতিতে ২০১৯ সালে শেষবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বেতন বৃদ্ধি করা হয়েছিল। সেটাই এখনও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বেতন আছে। ২০১৯ সালে যা নির্ধারিত হয়েছিল, তাতে মুখ্যমন্ত্রীর মূল ভাতা হল ২৭,০০১ টাকা। আর মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বাবদ মুখ্যমন্ত্রী ৯০,০০০ টাকা পাবেন। সবমিলিয়ে তার মাসিক বেতন হচ্ছে মাসিক ১,১৭,০০১ টাকা। 

সেখানে ভারতের একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতার নির্ধারিত বেতনের থেকে অনেক বেশি টাকা পান। 

একাধিক রিপোর্ট অনুযায়ী, তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী মাসিক ৪.১ লাখ টাকা বেতন পান। দিল্লির মুখ্যমন্ত্রী পান ৩.৯ লাখ টাকা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মাসিক বেতন ৩.৫ লাখ টাকার বেশি বলে একাধিক রিপোর্টে জানানো হয়েছে। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম