Logo
Logo
×

আন্তর্জাতিক

হাউস অব রিপ্রেজেন্টেটিভও দখলে নেওয়ার পথে ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০২:০৪ পিএম

হাউস অব রিপ্রেজেন্টেটিভও দখলে নেওয়ার পথে ট্রাম্প

ছবি: সংগৃহীত

কমলা হ্যারিসকে পপুলার ও ইলেকটোরাল কলেজ ভোটে হারিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনের ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে ট্রাম্প পেয়েছেন ৩১২টি। যার সুবাদে হোয়াইট হাউস ও মার্কিন আইনসভার উচ্চকক্ষ সিনেট দখলে নিয়েছেন ট্রাম্প। তবে এখনও নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভ দখলে নিতে পারেননি তিনি। তবে সে পথেই এগোচ্ছেন ট্রাম্প।

নিন্মকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি পরিষদ দখলে নিতে ৪৩৫টি আসনের মধ্যে ২১৮টি আসন পেতে হয়। যেখানে এরই মধ্যে ২১৪টি আসন পেয়েছেন ট্রাম্প।

অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস পেয়েছেন ২০৩টি আসন। এখনও ১৮টি আসন বাকি থাকায় ট্রাম্পের জোর সম্ভাবনা আছে প্রতিনিধি পরিষদেও জয় লাভ করার। কেননা, তার আর মাত্র ৪টি আসন পেতে হবে।

অবশ্য শেষ মুহূর্তে পাশার দান পাল্টে দিতে পারেন কমলাও। এছাড়া ডেমোক্র্যাটদের হাতে ট্রাম্পের কর্তৃত্ব ঠেকানোর আর কোনো অপশনও বাকি নেই।

রিপাবলিকানরা অবশ্য হাউসের নিয়ন্ত্রণ ধরে রাখতে চাইছে। কেননা, এটি হলে উভয় আইনসভা চেম্বারে আইন পাস করার জন্য তাদের ভোটের যথেষ্ট গুরুত্ব থাকবে। যা ডোনাল্ড ট্রাম্পকে তার এজেন্ডাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাড়তি সুযোগ দেবে।

অন্যদিকে নির্বাচনে হারলেও অন্তত সান্ত্বনা হিসেবে হাউসের নিয়ন্ত্রণ নিতে পারে ডেমোক্র্যাটরা। যা ট্রাম্পের একচেঁটিয়া আইন পাসে বাধা হয়ে দাঁড়াতে পারে। ট্রাম্পকে ঠেকানোর সম্ভাব্য শেষ উপায় এটি। এখন দেখার অপেক্ষা এখানেও বিজয়ী হন কিনা ট্রাম্প।

ঘটনাপ্রবাহ: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম