Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের আগে কেন চীন সফরে ইন্দোনেশিয়ার নয়া প্রেসিডেন্ট?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১১:১১ এএম

যুক্তরাষ্ট্রের আগে কেন চীন সফরে ইন্দোনেশিয়ার নয়া প্রেসিডেন্ট?

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার নতুন নেতা রোববার চীনের রাজধানীর একটি বাণিজ্যিক সম্মেলনে যোগ দিয়ে ১০ বিলিয়ন ডলারের নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন। এরপর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি চীনের সঙ্গে সংঘাতের বদলে সহযোগিতার আহ্বান জানান।

প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো এই সম্মেলনে জানান, চীন শুধু অর্থনৈতিক শক্তি নয়, বরং সভ্যতার শক্তিতেও বলিয়ান হচ্ছে এবং চীনের এই যাত্রায় তার দেশও অংশীদার হতে চায়।

তিনি বলেন, আমাদেরকে এমন উদাহরণ সৃষ্টি করতে হবে যাতে প্রকাশ পায়, এই আধুনিক যুগে সংঘাত নয় বরং পারস্পরিক সহযোগিতাই শান্তি ও প্রগতির পথ খুলে দেয়।  

তিন সপ্তাহ আগে ক্ষমতা গ্রহণের পর সুবিয়ান্তো তার প্রথম বিদেশ সফরের প্রথম গন্তব্য ছেড়ে এবার ওয়াশিংটনের পথে রওনা হয়েছেন। সেখানে যুক্তরাষ্ট্র সরকার চীনের উত্থানের মোকাবিলা করার চেষ্টা চালাচ্ছে।

এরপর তিনি এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সম্মেলন ও জি২০ সম্মেলনে যোগ দিতে যথাক্রমে পেরু ও ব্রাজিলে যাবেন। 

তিনি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শনিবার দুই দেশের সম্পর্ককে আরও গভীরে নিয়ে যেতে একমত হয়েছেন।

রাজনীতি, অর্থনীতি, নৌ ও দু'দেশের জনগণের মধ্যে যোগাযোগের পাশাপাশি নিরাপত্তাকে দুই দেশের সহযোগিতার পঞ্চম স্তম্ভের মর্যাদায় উন্নীত করেন দুই নেতা।

এক যৌথ বিবৃতিতে জানা গেছে, ২০২৫ সালে প্রথম বারের মতো এই দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীরা একইসঙ্গে বৈঠকে অংশ নেবেন।

সুবিয়ান্তো বলেন, ইন্দোনেশিয়ার অবস্থান খুবই স্পষ্ট। আমরা সবসময় নিরপেক্ষ ছিলাম এবং আমরা পৃথিবীর সব বড় বড় ক্ষমতাধর দেশের প্রতি সম্মান জানিয়েছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম