Logo
Logo
×

আন্তর্জাতিক

রাশিয়া-ইউক্রেনের মধ্যে ২১৫টি ড্রোন হামলা, উত্তেজনা চরমে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৫:১৭ পিএম

রাশিয়া-ইউক্রেনের মধ্যে ২১৫টি ড্রোন হামলা, উত্তেজনা চরমে

ইউক্রেন রোববার মস্কোতে ৩৪টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। যা ২০২২ সালে সংঘাত শুরুর পর থেকে রশিয়ার রাজধানীতে সবচেয়ে বড় ড্রোন হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো ছাড়াও পশ্চিম রাশিয়ার অন্যান্য অঞ্চলে তিন ঘণ্টার মধ্যে আরও ৩৬টি ড্রোন ধ্বংস করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। 

এ বিষয়ে রুশ মন্ত্রণালয়ের দাবি, কিয়েভ সরকার বিমান-সদৃশ্য ড্রোন ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে একটি সন্ত্রাসী হামলার চেষ্টা করেছিল, তবে তা ব্যর্থ করা হয়েছে। 

এদিকে মস্কো অঞ্চলে একজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে বলে উল্লেখ করেছে রুশ ফেডারেল বিমান পরিবহন সংস্থা। জানিয়েছে, মস্কোর ডোমোডেডোভো, শেরেমেটিয়েভো এবং ঝুকোভস্কি বিমানবন্দর কর্তৃপক্ষ অন্তত ৩৬টি ফ্লাইট অন্য দিকে সরিয়ে নিয়েছিল। তবে পরে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরু হয়। 

মস্কো এবং এর আশপাশের অঞ্চলে প্রায় ২১ মিলিয়ন রাশিয়ান বসবাস করেন। এটি ইউরোপের অন্যতম বৃহৎ মহানগর এলাকা এবং তুরস্কের ইস্তাম্বুলের পরেই এর অবস্থান।

অন্যদিকে রাশিয়া গত রাতে রেকর্ড ১৪৫টি ড্রোন দিয়ে হামলা চালায় বলে দাবি করেছে ইউক্রেন। কিয়েভ জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোর মধ্যে ৬২টি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে। 

ইউক্রেন আরও জানায়, তারা রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে একটি অস্ত্রাগারে হামলা চালিয়েছে। যেখানে রুশ কর্তৃপক্ষ ১৪টি ড্রোন ধ্বংসের খবর দিয়েছে। সূত্র: মেহের নিউজ এজেন্সি

ঘটনাপ্রবাহ: ইউক্রেন যুদ্ধ


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম