Logo
Logo
×

আন্তর্জাতিক

ড্রোন হামলায় ইসরাইলি সামরিক ঘাঁটি ধ্বংসের দাবি হিজবুল্লাহর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৪:৫৭ পিএম

ড্রোন হামলায় ইসরাইলি সামরিক ঘাঁটি ধ্বংসের দাবি হিজবুল্লাহর

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আত্মঘাতী ড্রোন হামলা চালিয়ে দখলদার ইসরাইলের একটি সামরিক যোগাযোগ ঘাঁটি ধ্বংস করেছে বলে দাবি করেছে।

রোববার (১০ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তাদের যোদ্ধারা দক্ষিণ লেক টিবেরিয়াস থেকে ৫৫ কিলোমিটার দূরে অবস্থিত ইসরাইলের আইন খোজলট সামরিক যোগাযোগ ঘাঁটিতে আত্মঘাতী ড্রোনের স্কোয়াড্রন দিয়ে আক্রমণ চালিয়েছে। এই আক্রমণে লক্ষ্যবস্তুগুলো সঠিকভাবে আঘাতপ্রাপ্ত হয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, লেবানন ও তার জনগণের সুরক্ষায় এবং খাইবার অপারেশনের ধারাবাহিকতার অংশ হিসেবে ইসরাইলের আক্রমণ ও গণহত্যার প্রতিশোধ নিতে এই ড্রোন হামলা চালানো হয়।

অন্য একটি বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা দক্ষিণ মারুন আল-রাস এলাকায় ইসরাইলি বাহিনীর একটি সমাবেশে আক্রমণ চালিয়েছে।

গত ২৩ সেপ্টেম্বর থেকে ইসরাইলি সেনাবাহিনী হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা বৃদ্ধি করে লেবাননে নজিরবিহীন বিমান হামলা চালাচ্ছে। যা লেবাননে একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাতের ফলে ইসরাইলি বিমান হামলায় এ পর্যন্ত ৩,১১৭ জন নিহত এবং ১৩,৮৮৮ জন আহত হয়েছেন। 

অন্যদিকে, হিজবুল্লাহর হামলায় বেশ কিছু কর্মকর্তাসহ বহু ইসরাইলি সেনাও হতাহত হয়েছে। সূত্র: মেহের নিউজ এজেন্সি

ঘটনাপ্রবাহ: লেবানন ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম