Logo
Logo
×

আন্তর্জাতিক

অ্যারিজোনায় জিতে সব সুইং স্টেটে একচেটিয়া সাফল্য ট্রাম্পের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১২:৩৪ পিএম

অ্যারিজোনায় জিতে সব সুইং স্টেটে একচেটিয়া সাফল্য ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এবারের সাতটি সুইং স্টেট তথা দোদুল্যমান অঙ্গরাজ্যের সবকয়টিতেই একচেটিয়া বিজয় নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। সবশেষ অ্যারিজোনাতেও বিজয়ী হয়েছেন ট্রাম্প। এরমধ্য দিয়ে সব সুইং স্টেটে পরাজয় দেখলেন প্রতিদ্বন্ধী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস।  

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন শনিবার (৯ নভেম্বর) জানিয়েছে, সবশেষ প্রকাশিত সুইং স্টেট অ্যারিজোনায়ও জয় পেয়েছেন ট্রাম্প। ২০১৬ সালে এই রাজ্যে জয়ী হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে এই রাজ্যে গতবারের নির্বাচনে ট্রাম্পকে হারিয়েছিলেন জো বাইডেন। আর এবার সেই তিক্ত হারের মধুর প্রতিশোধ নিলেন ট্রাম্প। জয় তো জয়ই, তবে সেই জয় যখন হয় প্রতিপক্ষের দূর্গ গুঁড়িয়ে দেওয়ার মতো, সেখানে কৃতিত্ব আরো বিশাল।  

সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, ট্রাম্প এখন পর্যন্ত ৩১২ ইলেক্টোরাল ভোট পেয়েছেন। যা হোয়াইট হাউসে দৌড়ে জয়ী হওয়ার জন্য প্রয়োজনীয় ২৭০টি ছাড়িয়ে গেছে। ২০১৬ সালে তার প্রথম মেয়াদে ৩০৪ নির্বাচনী ভোট পেয়েছিলেন।

নির্বাচনের আগে বলা হচ্ছিল, এবারের নির্বাচন হবে তুমুল হাড্ডাহাড্ডি লড়াই। ফল ঘোষণা হতে লেগে যেতে পারে কয়েকদিন।  কিন্তু সব জরিপ এবং পরিসংখ্যান এলোমেলো রেকর্ডবুকে ভাগ বসালেন ট্রাম্প। ইলেক্টোরাল ভোটের হিসাবে এবার আগের পরিসংখ্যান ভেঙে ফেললেন তিনি।

এ দিকে ট্রাম্পের রিপাবলিকান পার্টি ইতোমধ্যে কংগ্রেসের উচ্চকক্ষে, সিনেটে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। তবে নিম্নকক্ষে, হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

ঘটনাপ্রবাহ: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম