ইসরাইলি ফুটবল সমর্থকদের ওপর হামলার নিন্দা ইউরোপের নেতাদের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৮:০৭ পিএম
বৃহস্পতিবার রাতে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে ইসরাইলি ফুটবল সমর্থকদের ওপর হামলা হয়েছে। এই ঘটনায় নড়েচড়ে বসেছে ইসরাইল। জরুরি পরিস্থিতিতে আজ শুক্রবার নেদারল্যান্ডসে দুটি উড়োজাহাজ পাঠিয়েছে ইসরাইল।
এ ঘটনায় ইউরোপীয় নেতারা ‘ঘৃণাত্মক বক্তৃতা’ এবং ‘সহিংসতার’ বিরুদ্ধে বৃহত্তর সতর্কতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তারা ইহুদি সম্প্রদায়কে রক্ষা এবং এই ধরনের ঘটনার পর ক্রমবর্ধমান চরমপন্থা মোকাবেলায় আরও শক্তিশালী আইনের আহ্বান জানিয়েছেন।
শুক্রবার ( ৮ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।
এক বিবৃতিতে ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন এটিকে ‘একটি ভয়াবহ সহিংসতা’ এবং ‘ইহুদি-বিদ্বেষ’ বলে অভিহিত করেছেন।
নেদারল্যান্ডস প্রধানমন্ত্রী মার্ক রুটে এই হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে নিন্দা করেছেন।জোর দিয়ে বলেছেন, নেদারল্যান্ডে এই ধরনের সহিংসতা সহ্য করা হবে না।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ উভয়ই এই হামলার নিন্দা জানিয়ে বিবৃতি জারি করেছেন। ম্যাক্রোঁ এটিকে ‘ইহুদি-বিরোধী আক্রমণ’ বলে বর্ণনা করেছেন এবং অপরাধীদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন।
ফিলিস্তিনে ইসরাইলের নির্মম গণহত্যার বিরুদ্ধে বিশ্বজুড়ে ক্ষোভ এবং প্রতিবাদ বাড়ছে।মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে এই প্রতিবাদকে ইহুদি বিদ্বেষ বলে প্রচার করে থাকেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আমস্টারডামে এই ঘটনায় মিত্রদের কাছ থেকে আরো বেশি সহানুভূতি কুড়ানোর সুযোগ পেলেন নেতানিয়াহু।
ইসরাইল যেখানে সবকিছু অবরুদ্ধ করে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর হামলা চালাচ্ছে, হাসপাতাল গুঁড়িয়ে দিচ্ছে, তাতে ইউরোপের নেতাদের বিবেক নড়ে না। কেবল এক বছরে প্রায় ৪৪ হাজার নিহত এবং ১ লাখের বেশি ফিলিস্তিনি আহত হয়েছে। যাদের মধ্যে বেশিরভাগ নারী এবং শিশু। কিন্তু ইসরাইলি কয়েকজন ইসরাইলি সমর্থকদের সঙ্গে বিচ্ছিন্ন সংঘর্ষকে বিরাট ঘটনা হিসেবে দেখছে ইউরোপের নেতারা।
এরইমধ্যে ডাচ কর্তৃপক্ষ ইসরাইরি সমর্থকদের ওপর হামলার বিষয়ে সম্পূর্ণ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে, এবং ভবিষ্যতে এই ধরনের সহিংসতা প্রতিরোধ করার জন্য আরও শক্তিশালী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।