Logo
Logo
×

আন্তর্জাতিক

ফিলিস্তিনের পতাকা ছিঁড়তে গিয়ে মার খেলেন ইসরাইলি ফুটবল সমর্থকরা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৪:৪৪ পিএম

ফিলিস্তিনের পতাকা ছিঁড়তে গিয়ে মার খেলেন ইসরাইলি ফুটবল সমর্থকরা

ইউরোপা লিগে ইসরাইলি ক্লাব মাকাবি তেল আবিব ও ডাচ ক্লাব আয়াক্স অ্যামস্টারডামের ম্যাচ ঘিরে ইসরাইলি ক্লাবটির ফ্যানদের সঙ্গে ফিলিস্তিনপন্থিদের সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার রাতে আয়াক্সের মাঠ ইয়োহান ক্রুইফ অ্যারেনার বাইরে এই ঘটনা ঘটে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই ম্যাচটি ঘিরে অ্যামস্টারডামে ইসরাইলি সমর্থকদের উপস্থিতি বৃদ্ধি পাওয়ার পর থেকেই উত্তেজনা বাড়ছিল। সংঘর্ষের ঠিক আগে অ্যামস্টারডামের কেন্দ্রে একটি মিছিল বের করেন ইসরাইলি ক্লাবটির সমর্থকরা। তারা মিছিলে ইসরাইলের পতাকা ওড়ান এবং পাশে থাকা ফিলিস্তিনের একটি পতাকা নামিয়ে দেন।

সংঘর্ষের আগেই অবশ্য ইসরাইলি ক্লাবটির ফ্যানদের বিশৃঙ্খল আচরণের ব্যাপারে সতর্ক করেছিল ডাচ পুলিশ। সেসময় তারা একটি ভবন থেকে ফিলিস্তিনের পতাকা নামিয়ে দেওয়ার কথা জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে নিজেরা সতর্ক আছেন বলে জানায়।

সংঘর্ষের পর ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই ঘটনায় ১০ ইসরাইলি নাগরিক আহত হয়েছেন এবং দুইজন ‘নিখোঁজ’ রয়েছেন।

ইসরাইলের রাজনৈতিক ভাষ্যকার ওরি গোল্ডবার্গ আল জাজিরাকে বলেছেন, ‘অ্যামস্টারডামের কেন্দ্রে ইসরাইলি সমর্থকদের দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি করা, বর্ণবাদী গান গাওয়া, মানুষের বাড়িতে ঢুকে ফিলিস্তিনের পতাকা নামিয়ে দেওয়ার মতো বিষয়গুলো আসলে ইসরাইলের বর্তমান অবস্থার দিকে নির্দেশ করে। এসব কাজের ফলাফল কি হবে সে বিষয়ে তাদের কোনো ধারণা-ই নেই।’

প্রসঙ্গত, ইউরোপা লিগের লিগ পর্বের ম্যাচে ইসরাইলি ক্লাব মাকাবি তেল আবিবকে ঘরের মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ডাচ জায়ান্ট আয়াক্স।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম