জামায়াতের সমর্থনে ওয়েনাড়ে ভোটে লড়ছেন প্রিয়াঙ্কা গান্ধী!
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০২:৫০ পিএম
ছবি: সংগৃহীত
ভারতের ইসলামপন্থি সংগঠন জামায়াতে ইসলামীর গোপন সমর্থনে কেরলের ওয়েনাড় লোকসভার উপনির্বাচনে লড়ছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী!
এমন অভিযোগ বিরোধী জোট ‘ইন্ডিয়া’র অন্যতম শরিক সিপিএমের পলিটব্যুরো সদস্য ও কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের।
বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ছেড়ে দেওয়া ওয়েনাড়ে আগামী ১৩ নভেম্বর উপনির্বাচন। সেখানে প্রিয়াঙ্কার মূল লড়াই সাবেক বিধায়ক ও সিপিআইয়ের রাজ্য সহ-সম্পাদক সত্যেন মোকেরি এবং বিজেপির নারী মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক নব্যা হরিদাসের বিরুদ্ধে।
বিজয়নের অভিযোগ, জামায়াত ঘনিষ্ঠ সংগঠন ওয়েলফেয়ার পার্টি প্রিয়াঙ্কার পক্ষে ভোটে নেমেছে। তিনি বলেন, কংগ্রেসের ধর্মনিরপেক্ষতার মুখোশ পুরোপুরি খসে পড়েছে। বিজয়ন অতীতেও ভারতের ‘ইসলামপন্থী শক্তি’র সঙ্গে কংগ্রেসের বোঝাপড়ার অভিযোগ তুলেছেন।
কেরলে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইউডিএফের দ্বিতীয় বৃহত্তম শক্তি ‘ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ’-এর বিরুদ্ধেও বিজেপির সুরে সুর মিলিয়ে সাম্প্রদায়িকতার অভিযোগ তুলেছেন তিনি।
প্রসঙ্গত, গত লোকসভা ভোটে উত্তরপ্রদেশের রায়বরেলী এবং ওয়েনাড়, দুই কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাহুল। দু’টি কেন্দ্রেই সাড়ে তিন লক্ষের বেশি ব্যবধান তিনি জয়ী হন। পরে রায়বরেলী আসনটি রেখে ওয়েনাড় কেন্দ্রটি ছেড়ে দেন রাহুল।
পরিসংখ্যান বলছে, ২০০৯ সালের আসন পুনর্বিন্যাসে সৃষ্ট কেরলের ওয়েনাড় লোকসভায় কখনও হারেনি কংগ্রেস।