হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ পদ কেন গুরুত্বপূর্ণ?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০২:২৯ পিএম
হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুসি ওয়াইলস। ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে নিয়োগ দিয়েছেন ট্রাম্প। এটিই হোয়াইট হাউজে ট্রাম্পের দেওয়া প্রথম নিয়োগ। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
হোয়াইট হাউসের চিফ অব স্টাফ পদে ট্রাম্প কেন একজন নারীকে বেছে নিলেন। তার কাজই বা কী? হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সাধারণত প্রতিটি প্রেসিডেন্টের প্রশাসনিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তারা মূলত হোয়াইট হাউসের ম্যানেজার হিসাবে কাজ করেন এবং প্রেসিডেন্টের কর্মীদের দেখভালের দায়িত্ব তাদের ওপর। প্রেসিডেন্টেরএক্সিকিউটিভ অফিসের মাধ্যমে কর্মীদের নেতৃত্ব দেন এবং সব দৈনন্দিন কাজকর্ম এবং কর্মীদের কার্যক্রম তত্ত্বাবধান করেন।
তারা নীতিগত বিষয়ে প্রেসিডেন্টকে পরামর্শ দেয় এবং নীতি উন্নয়নের নির্দেশনা ও তত্ত্বাবধানের কাজ করেন।
ট্রাম্পের প্রচারণা অনুসারে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে ওয়াইলস হবেন প্রথম নারী যিনি এই গুরু দায়িত্ব পালন করবেন।
গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। সিএনএন বলছে, বৃহস্পতিবার সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প ৩০১ টি ইলেকটোরাল ভোট পেয়ে হোয়াইট হাউস নিশ্চিত করেছেন। কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ইলেকটোরাল ভোট। প্রেসিডেন্ট নির্বাচিত হতে অন্তত ২৭০টি ইলেকটোরাল ভোটের প্রয়োজন। ট্রাম্পের ঝুলিতে পড়েছে ৭ কোটি ২৭ লাখের বেশি পপুলার ভোট। আর কমলা পেয়েছেন ৬ কোটি ৮০ লাখের বেশি। যদিও গতকাল বাংলাদেশ সময় রাত ১০টা পর্যন্ত অ্যারিজোনা ও নেভাদার ফলাফল ঘোষণা বাকি ছিল।