Logo
Logo
×

আন্তর্জাতিক

হাউস অফ রিপ্রেজেন্টেটিভের নিয়ন্ত্রণ পাবেন তো ট্রাম্প?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০১:৪৯ পিএম

হাউস অফ রিপ্রেজেন্টেটিভের নিয়ন্ত্রণ পাবেন তো ট্রাম্প?

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি শপথ নিয়ে হোয়াইট হাউসে পা রাখবেন তিনি। তবে ক্যাপিটাল হিলে হাউস অফ রিপ্রেজেন্টেটিভের  সম্পূর্ণ নিয়ন্ত্রণ ট্রাম্পের হাতে থাকবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়।

কেননা, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউস এবং সিনেটের নিয়ন্ত্রণ ট্রাম্পের হাতে থাকলেও - মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভের (প্রতিনিধি পরিষদ) নিয়ন্ত্রণ এখনও তার নিয়ন্ত্রণের বাইরে। কেননা, এখানে নিয়ন্ত্রণ নিতে ২১৮টি আসন পেতে হয়।

ধারণা করা হচ্ছে, ট্রাম্পের রিপাবলিকান পার্টি ২১১টি আসনে জিতবে। অথচ, সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২১৮টি আসন। অর্থাৎ সাতটি আসন কম পাচ্ছেন ট্রাম্প। অন্যদিকে ডেমোক্র্যাটরা ১৯৯টি আসনে জিততে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এই হিসেবে বুঝা  যাবে বাকি ২৫টি আসনে ফল আসার পর।

রিপাবলিকানরা অবশ্য হাউসের নিয়ন্ত্রণ ধরে রাখতে চাইছে। কেননা, এটি হলে উভয় আইনসভা চেম্বারে আইন পাস করার জন্য তাদের ভোটের যথেষ্ট গুরুত্ব থাকবে। যা ডোনাল্ড ট্রাম্পকে তার এজেন্ডাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাড়তি সুযোগ দেবে।

অন্যদিকে নির্বাচনে হারলেও অন্তত সান্ত্বনা হিসেবে হাউসের নিয়ন্ত্রণ নিতে পারে ডেমোক্র্যাটরা। যা ট্রাম্পের একচেঁটিয়া আইন পাসে বাধা হয়ে দাঁড়াতে পারে। ট্রাম্পকে ঠেকানোর সম্ভাব্য শেষ উপায় এটি।

এ ব্যাপারে বিবিসির ইউএস নিউজ পার্টনার সিবিএস-এর নির্বাচন বিশ্লেষকরা বলছেন, এই প্রতিযোগিতা রিপাবলিকানদের দিকে ঝুঁকে পড়েছে। তবে এর অর্থ এই নয় যে ট্রাম্পের দল জয়ের হ্যাটট্রিক সম্পূর্ণ করতে চলেছে। তবে এর অর্থ এই যে এটি সেই পথেই এগিয়ে যেতে পারে।

ঘটনাপ্রবাহ: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম