Logo
Logo
×

আন্তর্জাতিক

অস্তিত্ব সংকটে ইউরোপীয় ইউনিয়ন, যা বললেন প্রতিরক্ষা প্রধান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ১০:৪৮ পিএম

অস্তিত্ব সংকটে ইউরোপীয় ইউনিয়ন, যা বললেন প্রতিরক্ষা প্রধান

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বর্তমানে নানা হুমকির মুখে অস্তিত্ব সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন ইউনিয়নের প্রতিরক্ষা ও মহাকাশ কমিশনার আন্দ্রিয়ুস কুবিলিয়াস। 

বুধবার ইউরোপীয় পার্লামেন্টের বৈদেশিক সম্পর্ক ও শিল্প, গবেষণা এবং জ্বালানি কমিটির শুনানিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

কুবিলিয়াস উল্লেখ করেন, সাধারণ যুদ্ধ, হাইব্রিড হামলা এবং মহাকাশের সামরিকীকরণ ইউরোপের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। 

তিনি এ সময় ইইউর প্রতিরক্ষা খাতে কম বিনিয়োগ এবং ইউরোপের প্রতিরক্ষা সরঞ্জাম বাজারের বিভক্তির দিকেও ইঙ্গিত করেন। 

তার মতে, এই পরিস্থিতিতে কৌশলগত প্রতিদ্বন্দ্বী, যেমন- চীন ও রাশিয়া ইইউকে প্রতিরক্ষা খাতে পেছনে ফেলে দিয়েছে।

এই পরিস্থিতিতে কুবিলিয়াস ইউরোপীয় আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান, যেন তারা একটি প্রকৃত ইউরোপীয় প্রতিরক্ষা ইউনিয়ন তৈরির প্রচেষ্টায় তার পাশে দাঁড়ায়। 

ন্যাটোর সঙ্গে প্রতিযোগিতা না করে বরং ইইউর প্রতিরক্ষা সক্ষমতা ও সম্পদ উন্নয়নের মাধ্যমে ন্যাটোর সামরিক প্রতিরোধ পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করা প্রয়োজন বলে তিনি জানান।

কুবিলিয়াস বলেন, প্রতিরক্ষা খাতে ‘বেশি ব্যয়, ভালোভাবে ব্যয়, একসঙ্গে ব্যয় এবং ইউরোপিয়ান মানে ব্যয়’ করার প্রয়োজনীয়তা রয়েছে। একই সঙ্গে ইইউর প্রতিরক্ষা সরঞ্জামের উৎপাদন ও চাহিদা বৃদ্ধির জন্য একটি সঠিক একক বাজার তৈরির ওপর জোর দেন তিনি।

মহাকাশ বিষয়ে কুবিলিয়াস উল্লেখ করেন, ইউরোপকে মহাকাশ বিপ্লবের অংশ হতে হবে। ইইউকে মহাকাশ সম্পর্কিত ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলো এগিয়ে নিয়ে যেতে হবে এবং ইউরোপের স্বতন্ত্র মহাকাশে প্রবেশাধিকারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে বলে জানান তিনি।

ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ঋণনীতিগুলো বিবর্তিত হতে পারে বলেও উল্লেখ করেন কুবিলিয়াস। তিনি বলেন, পরবর্তী বহু বছরব্যাপী আর্থিক কাঠামোতে প্রতিরক্ষা ও মহাকাশ খাতে বৃহত্তর বাজেট বরাদ্দ থাকতে হবে। সূত্র: আনাদোলু এজেন্সি

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম