Logo
Logo
×

আন্তর্জাতিক

নেতানিয়াহুকে ‘বিপজ্জনক ও হুমকি’ মনে করেন বেশিরভাগ ইসরাইলি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০৫:২৬ পিএম

নেতানিয়াহুকে ‘বিপজ্জনক ও হুমকি’ মনে করেন বেশিরভাগ ইসরাইলি

বেশিরভাগ ইসরাইলি ও ইহুদিই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইসরাইলের জন্য বিপজ্জনক ও হুমকিস্বরূপ মনে করছেন। এমনই ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে দেশটির চ্যানেল ১৩-এর সাম্প্রতিক এক জরিপে। 

ফিলিস্তিনি সংবাদ সংস্থা সামার বরাতে বুধবার রাতে এই জরিপের ফলাফল জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা ইরনা।

জরিপে অংশগ্রহণকারী ৫২ শতাংশ ইসরাইলিই মনে করেন, নেতানিয়াহু ইসরাইলের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। 

সম্প্রতি কিছু গোপন তথ্য ফাঁস হওয়ার পর তাদের মধ্যে এই ধারণা আরও তীব্র হয়েছে বলে জানা গেছে। 

এছাড়াও জরিপে উঠে আসে, সম্প্রতি পদচ্যুত হওয়া প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বর্তমান প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল ক্যাৎজের তুলনায় বেশি উপযুক্ত মনে করেন ৬০ শতাংশ ইসরাইলি। 

নেতানিয়াহু সম্প্রতি ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করে তার স্থলাভিষিক্ত হিসাবে ক্যাৎজকে নিয়োগের ঘোষণা দেন।

এই ঘোষণার পরপরই রজাধানী তেলআবিব, হাইফা এবং আল-কুদসে নেতানিয়াহুর পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হাজার হাজার ইসরাইলি রাজপথে নেমে আসে। 

নেতানিয়াহুর এই সিদ্ধান্ত গাজার যুদ্ধকে দীর্ঘায়িত করার প্রচেষ্টা বলেই মনে করেন তারা। সেই সঙ্গে ফিলিস্তিনি স্বাধীনতাকামী ও প্রতিরোধকারী সংগঠন হামাসের হাতে থাকা বন্দিদের মুক্তি দিতে ব্যর্থ হওয়ার কারণে ইসরাইলে এই ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার রাতে বিক্ষোভকারীরা নেতানিয়াহুর বাসভবনের সামনে জড়ো হন এবং সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় নেতানিয়াহুর সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। সেখানে নেতানিয়াহুর কিছু সমর্থক বিরোধীদের দিকে পিপার স্প্রে ছুড়ে আক্রমণ করে।

বিভিন্ন দলে ভাগ হয়ে করা এই বিক্ষোভ ও আন্দোলনে অংশগ্রহণকারীদের মধ্যে গাজায় বন্দি ইসরাইলি পরিবারের সদস্যরাও ছিলেন। দীর্ঘদিন ধরে তারা নেতানিয়াহু এবং তার মন্ত্রিসভার বিরুদ্ধে তাদের প্রিয়জনদের জীবন নিয়ে খেলা করার অভিযোগ করে আসছেন। সূত্র: ইরনা

ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম