Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্পের অধীনে সংবাদমাধ্যমের ওপর দমন-পীড়নের আশঙ্কা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০৫:০২ পিএম

ট্রাম্পের অধীনে সংবাদমাধ্যমের ওপর দমন-পীড়নের আশঙ্কা

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে সংবাদমাধ্যমের ওপর দমন-পীড়নের আশঙ্কা প্রকাশ করেছে ফ্রিডম অফ দ্য প্রেস ফাউন্ডেশন (এফপিএফ)। 

দেশটির অলাভজনক এই সংস্থাটি বুধবার সতর্ক করে বলেছে, ট্রাম্প প্রশাসন তার দ্বিতীয় মেয়াদে মার্কিন সংবাদমাধ্যমের স্বাধীনতা কমাবে এবং সাংবাদিকদের ওপর আক্রমণ করবে। 

এর আগে ট্রাম্প তার প্রথম মেয়াদেও ‘সংবাদমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করার চেষ্টা’ করেছেন বলে অভিযোগ তুলেছে এফপিএফ।

এফপিএফ-এর নির্বাহী পরিচালক ট্রেভর টিম এক বিবৃতিতে বলেন, ‘ট্রাম্প গত বছরজুড়ে প্রচারাভিযানে সংবাদ ফাঁসের তদন্ত বাড়ানোর, সাংবাদিকদের কারাবন্দি করার এবং তার অপছন্দের সংবাদমাধ্যমগুলোকে নিয়ন্ত্রণ করার ডাক দিয়েছেন। আইনপ্রণেতা এবং প্রেসিডেন্ট বাইডেনকে এখনই এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে’।

একই সঙ্গে তিনি বাইডেনের কাছে দ্বিদলীয় প্রেস অ্যাক্ট স্বাক্ষরের আবেদন জানিয়েছেন, যা ফেডারেল স্তরে সাংবাদিকদের তথ্যসূত্রের গোপনীয়তা রক্ষা করার নিশ্চয়তা দেবে এবং ‘ট্রাম্পকে সাংবাদিকদের ওপর নজরদারি কার্যক্রম চালাতে বাধা দেবে’।

উল্লেখ্য, ফ্রিডম অফ দ্য প্রেস ফাউন্ডেশনের বোর্ডের সদস্যদের মধ্যে অন্যতম হলেন এডওয়ার্ড স্নোডেন। যিনি মার্কিন গোপন নজরদারি কর্মসূচি ফাঁস করার জন্য যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন এবং গ্রেফতার এড়াতে বর্তমানে রাশিয়ায় বসবাস করছেন। সূত্র: আল জাজিরা

ঘটনাপ্রবাহ: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম