Logo
Logo
×

আন্তর্জাতিক

সুইডেনে কুরআন পোড়ানোর দায়ে সেই রামুসের জেল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০১:১২ পিএম

সুইডেনে কুরআন পোড়ানোর দায়ে সেই রামুসের জেল

ছবি: সংগৃহীত

২০২২ সালে সুইডেনে মুসলিমদের বিরোধিতা করতে গিয়ে প্রকাশ্য রাস্তায় পবিত্র কুরআন পুড়িয়েছিল রামুস পালুদান নামের এক চরমপন্থি। এ ঘটনা গোটা বিশ্বজুড়ে চাঞ্চল্য ফেলে দিয়েছিল। বিশ্বের বহু দেশে প্রতিবাদ করেছিলেন মুসলিম মানুষেরা।

পরে রামুস পালুদানকে দোষী সাব্যস্ত করে জেলে পাঠিয়েছেন দেশটির আদালত।

সুইডেনকে কূটনৈতিক ক্ষেত্রেও এই ঘটনার প্রতিঘাত সহ্য করতে হয়েছিল। তুরস্ক সরাসরি এর বিরোধিতা করেছিল কূটনৈতিক মঞ্চে। প্রশ্ন উঠেছিল সুইডেনের মতো ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে আদৌ কি শাস্তি হবে ওই ব্যক্তির?

মঙ্গলবার সুইডেনের একটি আদালতে মামলাটির শুনানি হয়। বিচারক জানান, প্রকাশ্যে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরোধিতা করা যায়। সুইডেনের আইন তার সুযোগ দেয়। কিন্তু বিরোধিতা করারও একটি সীমা আছে। এ ঘটনায় সেই সীমা লংঘন হয়েছে। যা ঘটানো হয়েছে, তাতে সরাসরি মুসলিম মানুষদের ভাবাবেগে আঘাত করা হয়েছে। যা আইনসম্মত নয়।

সুইডেনের আদালত তাকে জেলে পাঠানোর ঘোষণা করেছে। শাস্তি শোনার পর অপরাধী ওই ব্যক্তি মুখ খুলেছেন। পেশাগতভাবে সে একজন আইনজীবী। তার বক্তব্য, আদালতের রায়ে আমি বিস্মিত নই। উচ্চ আদালতে আপিল করবো।

অপরাধী ব্যক্তি সুইডেনের পাশাপাশি ডেনমার্কেরও নাগরিক। সেখানে ২০২০ সালেই তাকে একই শাস্তি দেওয়া হয়েছিল। ডেনমার্কেও ওই ব্যক্তি আদালতে দোষ স্বীকার করেনি। বরং আইন লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেছিল। সুইডেনেও সে আইন লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম