Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্প জয়ী হওয়ার পর প্রথম ভাষণ দেবেন বাইডেন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০১:০৫ পিএম

ট্রাম্প জয়ী হওয়ার পর প্রথম ভাষণ দেবেন বাইডেন

ছবি: সংগৃহীত

কমলা হ্যারিসকে বিপুল ভোটে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ৫৩৮ ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে যেখানে ২৭০ ভোট পেলেই যথেষ্ট সেখানে ট্রাম্প এখন পর্যন্ত পেয়েছেন ২৯২ ভোট। ট্রাম্পের জয় মেনে নিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস ও তার দল ডেমোক্র্যাটিক প্রার্থী।

ট্রাম্পের জয়ের পর এবার প্রথমবারের মতো হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। আজ বিকেল ৪টায় তার এ ভাষণ দেওয়ার কথা রয়েছে।

অনেকে অবশ্য কমলার হারের পেছনে বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। কেননা, ট্রাম্পের বিপরীতে এই নির্বাচনে লড়াই করার কথা ছিল তার। গত জুলাইয়ের মাঝামাঝি সময়েও ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ের ব্যাপারে প্রতিজ্ঞ ছিলেন বর্তমান এই প্রেসিডেন্ট।

আশা করছিলেন ২০২০ সালের মতো আরও একবার ট্রাম্পকে হারিয়ে ক্ষমতার চেয়ার নিজের দখলে রাখবেন তিনি। তবে শেষ পর্যন্ত সে পথে হাঁটেননি বাইডেন। ট্রাম্পের সঙ্গে বিতর্কে হেরে সমালোচনার মুখে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন তিনি। সরে দাঁড়ানোর পেছনে নিজের বয়স ও শারীরিক অবস্থার কথা জানান তিনি। পরে তার জায়গায় লড়াইয়ের নামেন কমলা হ্যারিস। যদিও অল্প সময়ে ব্যাপক সমর্থন আদায় করলেও শেষ পর্যন্ত হারতে হয়েছে তাকে। ট্রাম্পের ২৯২ ইলেক্টোরাল ভোটের বিপরীতে তিনি পেয়েছেন ২২৬ ভোট।

ঘটনাপ্রবাহ: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম