Logo
Logo
×

আন্তর্জাতিক

‘গণহত্যা একটি বাজে রাজনীতি’, টের পেলেন কি কমলা?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ১২:৪৯ পিএম

‘গণহত্যা একটি বাজে রাজনীতি’, টের পেলেন কি কমলা?

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুমুল প্রতিদ্বন্ধিতা করতে পারেননি ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। শুরু থেকে ইলেক্টোরাল ভোটে ব্যবধান গড়ে তুলেছিলেন ট্রাম্প। তবে শেষ পর্যন্ত পেনসিলভানিয়ায় সুইং স্টেটের ফলাফলের তাকিয়ে ছিল ডেমোক্র্যাট শিবির। আর সেখানেও হার মানেন কমলা।

ফক্স নিউজ বুধবার ভোরে ডোনাল্ড ট্রাম্পকে যখন পেনসিলভেনিয়ায় বিজয়ী ঘোষণা করে, তখন এটা পরিষ্কার হয়ে উঠছিল ট্রাম্পই মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। তখনও এসময় মিশিগানের ডিয়ারবর্নে একটি ওয়াচ পার্টিতে কয়েকজন আরব-আমেরিকান  ডেমোক্র্যাট সমর্থক রয়ে গিয়েছিল।


কমলা হ্যারিসের ওয়াচ পার্টিতে একজন অংশগ্রহণকারী যার দরজার বাইরে ফিলিস্তিনি এবং লেবাননের পতাকা ঝুলছে, তিনি বলছিলেন, ‘গণহত্যা একটি বাজে রাজনীতি’।

ট্রাম্পের প্রেসিডেন্ট পদে জয়, অনেক ডেমোক্র্যাট সমর্থকদের ক্ষোভ এবং দুঃখের জন্ম দিয়েছে।  তারা নির্বাচনের শুরু থেকে প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে ইসরাইলের প্রতি নিঃশর্ত মার্কিন সমর্থন পুনর্বিবেচনার জন্য আহ্বান জানিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত কমলা হ্যারিস এই আহ্বান উপেক্ষা করেছেন।  

গাজা এবং লেবাননে নৃশংস নৃশংসতা সত্ত্বেও ভাইস প্রেসিডেন্ট যাকে ‘ইসরাইলের আত্মরক্ষার অধিকার’ বলে অভিহিত করেছেন।  নির্বাচন পর্যন্ত তা জোর দিয়ে চালিয়ে যান।

অ্যাক্টিভিস্ট অ্যাডাম আবুসালাহ বলেছেন, ‘হ্যারিস হেরে যাওয়ার কারণটির একটি অংশ ছিল গণতান্ত্রিক ভিত্তি।  ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিরলস সমর্থন আরব এবং মুসলিম আমেরিকানদের পাশাপাশি তরুণ এবং প্রগতিশীলদের মাঝে উদ্বেগ তৈরি করেছিল’।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরাইলি গণহত্যায় কমপক্ষে ৪৩ হাজার ৩৯১ ফিলিস্তিনি নিহত হয়েছে।  এই সময়ে আহত হয়েছে আরো ১ লাখ মানুষ। সেদিন হামাসের নেতৃত্বাধীন হামলায় ইসরাইলে আনুমানিক ১২০০ জন নিহত হয় এবং ২০০ জনেরও বেশি বন্দি হয়। 

এছাড়া লেবাননে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় কমপক্ষে ৩ হাজার ৫০ জন নিহত এবং ১৩,৬৫৮ জন আহত হয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা

ঘটনাপ্রবাহ: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম