Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্পের সঙ্গে ‘বড় পরিকল্পনা’ রয়েছে বললেন ভিক্টর অরবান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০৯:৪৯ এএম

ট্রাম্পের সঙ্গে ‘বড় পরিকল্পনা’ রয়েছে বললেন ভিক্টর অরবান

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র হিসেবে বিবেচিত হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, মাকিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পের সাথে তার ‘বড় পরিকল্পনা’ রয়েছে।

বৃহস্পতিবার ( ৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা।

যদিও অরবানকে প্রায়ই স্বৈরাচারী হিসেবে সমালোচিত,  তবে ট্রাম্প তাকে ‘একজন মহান ব্যক্তি’। বলে প্রশংসা করে এসেছেন। ভোটের প্রচারণায় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সাথে গত ১১ সেপ্টেম্বর বিতর্কের সময়, ট্রাম্প যুক্তি দিয়েছিলেন অরবান বিশ্বের ‘সবচেয়ে সম্মানিত পুরুষ’।

গত সপ্তাহে, সিবিএস নিউজ জানিয়েছে, অরবান ট্রাম্পকে পুনর্নির্বাচিত করতে সাহায্য করার জন্য পর্দার আড়ালে কাজ করছেন।  সংবাদমাধ্যমটির অনুমান, দুই শীর্ষনেতার পারস্পরিক প্রশংসা ট্রাম্পের মেয়াদের জন্য একটি সংজ্ঞায়িত পররাষ্ট্র নীতি সম্পর্ক হয়ে উঠতে পারে।

বুধবার, হোয়াইট হাউসে কমলা হ্যারিসকে পরাজিত করে দ্বিতীয় মেয়াদে জয়ের কয়েক ঘন্টা পরে, অরবান বলেছিলেন যে তিনি ইতোমধ্যে তিনি নির্বাচিত প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন এবং ট্রাম্পের সাথে ভবিষ্যত নির্ধারণের আশা করছেন।

ইউক্রেন ইস্যুসহ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন নীতির কট্টর সমালোচক অরবান। বাইডেন প্রশাসনেরও সমালোচক হিসেবে বিবেচনা করা হয় তাকে। তবে বরাবরই তিনি ট্রাম্পের বিশ্বস্ত হিসেবে বহুবার বিভিন্ন বক্তৃতায় প্রকাশ করেছেন।

অরবান এর আগে বলেছিলেন, ট্রাম্প বিজয়ী হলে কয়েক ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দিতে পারেন। ইউক্রেনকে অর্থ সহায়তা বন্ধ করে দিলে এই যুদ্ধ থেমে যাবে।  এছাড়া ইউরোপীয় ইউনিয়নে সবচেয়ে বেশি অর্থ সরবরাহ করে যুক্তরাষ্ট্র।  সংস্থাটির ওপরও বিরক্ত অরবান।  এখন দুই মিত্র মিলে, ভবিষ্যতে কী রুপরেখা তৈরি করে তাই দেখার বিষয়।

ঘটনাপ্রবাহ: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম