Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে যা বলছে ইমরান খানের দল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৯:১২ পিএম

ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে যা বলছে ইমরান খানের দল

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফ প্রধান ইমরান খান।তার পক্ষে পিটিআই নেতা জুলফি বুখারি এ অভিনন্দন জানান। 

সোশ্যাল মিডিয়া সাইট এক্স-এ  দেওয়া এক বিবৃতিতে জুলফি বুখারি বলেন, ইমরান খান ও পিটিআইয়ের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্প ও জে ডি ভ্যান্সকে অভিনন্দন।

তিনি বলেন, অনেক বাধা-বিপত্তির মুখেও এই মহান বিজয় অর্জিত হয়েছে, এই সাফল্য প্রকৃত পরিবর্তন ও অর্থনৈতিক স্থিতিশীলতার পক্ষে সুস্পষ্ট আওয়াজ।

জুলফি বুখারি বলেন, ভবিষ্যতের দিকে তাকিয়ে এটি দুর্দান্ত সম্ভাবনার যুগ, আমরা আশা করি যে এই নতুন অধ্যায় বিশ্বব্যাপী সমস্যা সমাধানের দিকে নির্ণায়ক পদক্ষেপের সাক্ষী হবে।

জুলফি বুখারি বলেন, বিশেষ করে গাজায় চলমান সংঘাতের অবসানে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।এই সময়টি ঐক্যের সময় হোক এবং বিশ্বে সকলের জন্য শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।জুলফি বুখারি তার বক্তব্যে বলেন, গণতন্ত্রের সাফল্য দেখে অন্য সবাইও আশা পায়।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ট্রাম্পের সাফল্য কামনা করে লেখেন, নতুন আমেরিকান প্রশাসনের সঙ্গে সম্পর্ক জোরদার করতে দৃঢ় প্রতিজ্ঞ তার দেশ পাকিস্তান।

পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, আমেরিকার জনগণ ট্রাম্প ও তার দলকে একটি দুর্দান্ত বিজয় দিয়েছেন। এটি একটি যুদ্ধবিরোধী ম্যান্ডেট ও সাফল্য বলেও মন্তব্য করেন তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম