Logo
Logo
×

আন্তর্জাতিক

শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের সঙ্গে কাজ করতে আগ্রহী ন্যাটো

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৮:৪৬ পিএম

শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের সঙ্গে কাজ করতে আগ্রহী ন্যাটো

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ের কাছাকাছি থাকায় তার সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। 

তিনি বলেছেন, শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের সঙ্গে কাজ করতে আগ্রহী।

রুটে বলেন, বিশ্বব্যাপী ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি আমরা। এর মধ্যে রয়েছে রাশিয়ার আক্রমণাত্মক অবস্থান, সন্ত্রাসবাদ, চীনের সঙ্গে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা এবং চীন, রাশিয়া, উত্তর কোরিয়া ও ইরানের ক্রমবর্ধমান সহযোগিতা।

তিনি বলেন, ন্যাটোর মাধ্যমে একত্রে কাজ করা আমাদের নিরাপত্তা রক্ষায় এবং অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সহায়তা করে।

প্রথম মেয়াদে ট্রাম্প ন্যাটো মিত্রদের প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর আহ্বান জানানোর জন্য তার প্রশংসা করেন রুটে। তিনি বলেছেন, ন্যাটোর ৩২টি মিত্র দেশের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ এ বছর প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে চলেছে।

সূত্র: এপি

ঘটনাপ্রবাহ: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম