বন্ধু ট্রাম্পকে অভিনন্দন বার্তায় যা বললেন এরদোগান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৫:০৮ পিএম
ডোনাল্ড ট্রাম্প পুনরায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
বুধবার (৬ নভেম্বর) শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তুর্কি প্রেসিডেন্ট লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করে পুনরায় নির্বাচিত হওয়া আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে আমি অভিনন্দন জানাই’।
একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ‘ট্রাম্পের নেতৃত্বে তুরস্ক-মার্কিন সম্পর্ক আরও দৃঢ় হবে এবং বিশেষ করে ফিলিস্তিনি ইস্যু ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ আঞ্চলিক ও বৈশ্বিক সংকট ও যুদ্ধের অবসান ঘটবে’।
এরদোগান বলেন, ‘আমি বিশ্বাস করি, আরও ন্যায়সঙ্গত একটি বিশ্বের জন্য আরও প্রচেষ্টা চালানো হবে। আমি আশা করি এই বিজয় আমাদের বন্ধুপ্রতিম ও মিত্র মার্কিন জনগণের জন্য এবং সমগ্র মানবজাতির জন্য মঙ্গলজনক হবে’।
যুক্তরাষ্ট্রে এবারের নির্বাচনে ট্রাম্পের জয়ের মাধ্যমে তুরস্ক-মার্কিন সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছাতে পারে বলেও বিশ্লেষকরা মনে করছেন। সূত্র: ডেইলি সাবাহ