Logo
Logo
×

আন্তর্জাতিক

এবার ট্রাম্পকে অভিনন্দন জানালেন নেতানিয়াহু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৩:৩১ পিএম

এবার ট্রাম্পকে অভিনন্দন জানালেন নেতানিয়াহু

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের দ্বারপ্রান্তে রয়েছেন রিপাবলিকান প্রার্থী এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আনুষ্ঠানিকভাবে বিজয় ঘোষণা হয়নি এখনো। তবে সম্ভাব্য বিজয়ী হিসেবে হোয়াইট হাউজে যাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পই। এমন আবহে ট্রাম্পকে আগাম অভিনন্দন জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বুধবার (৬ নভেম্বর) সামাজিকমাধ্যম এক্সে নেতানিয়াহু লিখেন, ‘প্রিয় ডোনাল্ড এবং মেলানিয়া ট্রাম্প, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন! হোয়াইট হাউসে আপনার ঐতিহাসিক প্রত্যাবর্তন আমেরিকার জন্য একটি নতুন সূচনা এবং ইসরাইল ও আমেরিকার মধ্যে মহান জোটের জন্য একটি শক্তিশালী প্রতিশ্রুতি প্রদান করে।  এটি একটি বিশাল বিজয়’!


সংবাদমাধ্যম অ্যাসোসিয়েট প্রেস কর্তৃক সবশেষ প্রকাশিত ফল অনুযায়ী, প্রয়োজনীয় ২৭০ ইলেক্টোরাল ভোট অর্জনের দৌড়ে এখন পর্যন্ত ২৬৭টি পেয়েছেন ট্রাম্প। আর কমলা পেয়েছেন ২২৪ ভোট। বলা যায়, হােয়াইট হাউসের সিংহাসনে বসতে বিজয়ের দ্বারপ্রান্তে ট্রাম্প।

গত এক বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনির গাজায় ইসরাইলি যুদ্ধ থামাতে পারেননি জো বাইডেন এবং কমলা হ্যারিসের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন। ইসরাইলের নিরাপত্তা প্রশ্নে নেতানিয়াহুকে অকুণ্ঠ সমর্থন দিয়ে এসেছেন বাইডেন এবং কমলা। গাজা যুদ্ধ তো বন্ধ করা যায়নি, এরমধ্যে লেবাননেও হিজবুল্লাহর সঙ্গে ইসরাইল যুদ্ধে জড়িয়েছে। অনেকে মনে করেন, এ যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত।

অবশ্য ডোনাল্ড ট্রাম্প দাবি করে এসেছেন, তিনি প্রেসিডেন্ট থাকলে মধ্যপ্রাচ্য এবং ইউক্রেন যুদ্ধ হতো না। এবার দেখা যাক্, সহসাই রক্তপাত বন্ধ করে শান্তি ফিরিয়ে আনতে পারেন কি না।

ঘটনাপ্রবাহ: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম