দুই সুইং স্টেটে হেরেও কি বিজয়ী হতে পারবেন কমলা?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০১:০৭ পিএম
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এখন পর্যন্ত যা ফল, তাতে ইলেক্টোরাল ভোটের লড়াইয়ে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের চেয়ে বেশ এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
সংবাদমাধ্যম অ্যাসোসিয়েট প্রেস কর্তৃক সবশেষ প্রকাশিত ফল অনুযায়ী, প্রয়োজনীয় ২৭০ ইলেক্টোরাল ভোট অর্জনের দৌড়ে এখন পর্যন্ত ২৪৮টি পেয়েছেন ট্রাম্প। আর কমলা পেয়েছেন ২১৪ ভোট।
অন্যদিকে সুইং স্টেট বা দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর ফলাফলেও এগিয়ে ট্রাম্প। সাত সুইং স্টেটে ইলেক্টোরাল ভোট রয়েছে মোট ৯৩টি। এখন পর্যন্ত ফল প্রকাশিত হয়েছে দুটি সুইং স্টেটের ফল। নর্থ ক্যারোলিনা (১৬) এবং জর্জিয়া (১৬) এই দুই রাজ্যে কমলাকে হারিয়েছেন ট্রাম্প।
ফলে সুইং স্টেটের ৯৩টি ইলেক্টোরাল ভোটের মধ্যে ৩২টি এরইমধ্যে নিশ্চিত করেছেন ট্রাম্প।
বাকি পাঁচ সুইং স্টেটে ইলেক্টোরাল ভোট রয়েছে ৬১। ২৭০ ইলেক্টোরাল ভোট নিশ্চিত করতে হলে বাকি পাঁচ সুইং স্টেটে জিততেই হবে কমলাকে। বর্তমানে তার অর্জিত ইলেক্টোরাল ভোট সংখ্যা ২১৪।
এ বছরের নির্বাচনে সুইং স্টেট হিসাবে পরিচিত পাওয়া রাজ্যগুলো হল- অ্যারিজোনা (১১), পেনসিলভানিয়া (১৯), জর্জিয়া (১৬), উইসকনসিন (১০), মিশিগান (১৫), নর্থ ক্যারিলোনা (১৬) ও নেভাদা (৬)।