সিনেটের নিয়ন্ত্রণ হারাল ডেমোক্র্যাট শিবির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ১২:৩৫ পিএম
জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণের মধ্যে দিয়ে গত ২০ জানুয়ারী, ২০২১ সাল থেকে সিনেটকে নিয়ন্ত্রণ করেছে ডেমোক্র্যাটরা। আর বর্তমানে রিপাবলিকানদের কাছে সিনেট নিয়ন্ত্রণের হারানোর দ্বারাপান্তে কমলা হ্যারিসের দল।
আইন প্রণয়নকে প্রভাবিত করা, বিচার বিভাগীয় নিয়োগ নিশ্চিত এবং সামগ্রিক রাজনৈতিক এজেন্ডা গঠনের জন্য সিনেটের নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তবে এটি বাইডেন প্রশাসনের আইনী অগ্রাধিকার এবং ভবিষ্যতে সুপ্রিম কোর্টের মনোনয়নকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েট প্রেসের সর্বশেষ ফল মতে, সিনেটের ১০০ টি আসনের মধ্যে ডেমোক্র্যাটরা ৪২ এবং রিপাবলিকানরা ৫১টি আসন নিশ্চিত করেছে।
এছাড়া বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্র্যাটরা ইতোমধ্যেই দুইটি আসন হারিয়েছে এবং মন্টানায় জন টেস্টার আরও একটি আসন হারানোর বড় ঝুঁকিতে আছেন। অন্য কোথাও ডেমোক্র্যাটরা জয় নিশ্চিত করতে না পারলে সিনেট রিপাবলিকানদের হাতে চলে যাবে। এই মুহূর্তে ডেমোক্র্যাটদের জন্য খুব একটা আশার আলো নেই।
দুইটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন ফ্লোরিডা এবং টেক্সাস ইতোমধ্যেই হারানোর পথে ডেমোক্র্যাটরা।
এদিকে অ্যাসোসিয়েট প্রেস কর্তৃক প্রকাশিত সবশেষ ফলাফল অনুযায়ী, ২৭০ ইলেক্টোরাল ভোটের মধ্যে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের (২১৪*) চেয়ে বেশ এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প (২৪৭*)।