গত ৩১ অক্টোবর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। এসব আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উৎক্ষেপণের ‘কঠোর নিন্দা’ জানিয়েছেন জি-৭ পররাষ্ট্রমন্ত্রীরা।
কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের উচ্চ প্রতিনিধির সমন্বয়ে গঠিত এই গোষ্ঠীটি সোমবার পিয়ংইয়ংকে পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ‘সম্পূর্ণ, যাচাইযোগ্য ও অপরিবর্তনীয়ভাবে’ পরিত্যাগ করার আহ্বান জানিয়েছে।
তবে এ নিন্দার মধ্যে মঙ্গলবার ফের আরেকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটি। জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় মঙ্গলবার জানিয়েছে, উত্তর কোরিয়া আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। তারা এ বছর এ নিয়ে মোট ১৩টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল।
মার্কিন নির্বাচনের মাত্র কয়েকঘণ্টা আগে সর্বশেষ পরীক্ষাটি চালিয়েছে দেশটি।
উত্তর কোরিয়া একটি অজ্ঞাত ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করেছে বলে জানিয়েছে সিউলের জয়েন্ট চিফস অফ স্টাফ। তবে তারা বিস্তারিত কিছু জানায়নি এবং তারা বর্তমানে এই উৎক্ষেপণের বিশ্লেষণ করছে।