Logo
Logo
×

আন্তর্জাতিক

আগ্রায় ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৬:১৮ পিএম

আগ্রায় ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান

ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার উত্তরপ্রদেশের আগ্রার কাছে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিমানটির পাইলট নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হয়েছেন।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, যুদ্ধবিমানটি পাঞ্জাবের আদমপুর থেকে উড্ডয়ন করেছিল এবং এটি অনুশীলনের জন্য আগ্রার দিকে যাচ্ছিল।

 কর্মকর্তারা আরও বলেন, বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে। 

দুর্ঘটনাস্থলের প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গিয়েছে, আগ্রার সোঙ্গা গ্রামের একটি খোলা মাঠে পড়ে থাকা বিমানটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। আর স্থানীয় মানুষজন জ্বলন্ত বিমান থেকে কয়েক ফুট দূরে দাঁড়িয়ে আছে।

 তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে জানা যায়নি। এছাড়া দুর্ঘটনার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ভারতীয় বিমান বাহিনী। 

দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছে বায়ুসেনা ভারতীয় বিমান বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে গত ২ সেপ্টেম্বর রাজস্থানের বারমেরের কাছে ভেঙে পড়ে মিগ-২৯ যুদ্ধবিমান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম