Logo
Logo
×

আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনের পর কী হবে, ক্লিনটনের প্রত্যাশা ও ভয়

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০২:১৫ পিএম

মার্কিন নির্বাচনের পর কী হবে, ক্লিনটনের প্রত্যাশা ও ভয়

বিল ক্লিনটন

আগামীকাল ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিকে তাকিয়ে এখন গোটা বিশ্ব। কে হবেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট। কার হাতে যাচ্ছে আগামী বিশ্বের ভবিষ্যৎ। তা নিয়ে যখন চলছে জোর আলোচনা; তখন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন শুনিয়েছেন মার্কিন নির্বাচন নিয়ে তার প্রত্যাশা ও ভয়ের কথা।

ক্লিনটন বিশ্বাস করেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসই এই নির্বাচনে জয়ী হবেন। আর তাতে ঘুরে দাঁড়াবে দেশটির অর্থনীতি। হ্যারিসকে তিনি সমস্যা সমাধানকারী হিসেবে অভিহিত করেছেন। তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হতে কীভাবে মুদি দোকানের মালের দাম কমে আসতে পারে, কীভাবে ফেডারেল সরকার আরও আবাসন তৈরির জটিলতা নিরসন করতে পারে তা জানিয়েছেন। বিপরীতে আরেক প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে কী হতে পারে; তার নেতিবাচক দিকগুলোও তুলে ধরেছেন।

ট্রাম্পকে নিয়ে তিনি বলেন, রিপাবলিকান মনোনীত প্রার্থী চূড়ান্ত প্রচারণার প্রসারে এই অসময়ে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার জন্য কৃতিত্ব নেবেন তবে বৃষ্টি হলে দোষ দেবেন বাইডেনকে। সেই সঙ্গে তিনি রাজনীতিতে ট্রাম্পের প্রভাব পরবর্তীতে কী হবে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ক্লিনটন।

ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে কী করেছেন সে সব তুলে ধরে ক্লিনটন বলেন, তিনিই সেই ব্যক্তি যিনি শ্বেতাঙ্গ শ্রমিক শ্রেণীর ভোটে যোগ দিয়েছিলেন এবং তারপরে বাণিজ্য চুক্তি এবং ব্যাঙ্কিং আইনে স্বাক্ষর করেছিলেন যা চাকরি হারানো এবং অসন্তোষ তৈরি করেছিল যা আমেরিকান রাজনীতিকে বদলে দিয়েছে। কাজেই আমি মনে করি তিনি যদি আবার প্রেসিডেন্ট হন তবে এটি একটি প্রতারণা হবে।

ক্লিনটন আরও বলেন, ‘আমরা এখন প্রকৃত অর্থনৈতিক দ্বিধা মোকাবেলা করতে যাচ্ছি, কীভাবে আমরা মুদ্রাস্ফীতি কমাতে পারি সে দিকে নজর দিতে হবে। তা না হলে কমপক্ষে ২০ বছর পিছিয়ে যেতে পারে, সম্ভবত আরও। পক্ষপাতিত্বের অপরিহার্যতা হল অন্য দিকে ট্রাম্প করা।

হ্যারিসকে শাসনের জন্য আপস কারার বিষয়ে কথা বলতে দেখেও আনন্দিত ক্লিনটন। যা নিয়ে তিনি বলেন, ‘আপনি যদি একজন রিপাবলিকান হন, তাহলে আপনাকে আপনার রক্ষণশীল দর্শনে বিশ্বাস করতে হবে যাতে ডেমোক্র্যাটদের সাথে এমন কিছু চুক্তি করা যায় যা সবার জন্য ভালো। যা আমাদেরকে আরও ভালো করতে সাহায্য করবে। কিন্তু আপনি যদি একজন ডেমোক্র্যাট হন তবে সমস্যাটি হল; আপনি যখনই চুক্তি করবেন তখন কি আপনি আপনার প্রগতিশীল নীতিগুলির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন? রিপাবলিকানদের সঙ্গে নীতিগত চুক্তি করা আমাদের পক্ষে ঠিক করার চেয়ে আপনার আরও ভালো কৌশল দরকার।’

ঘটনাপ্রবাহ: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম