ভারতে দীপাবলি পালন সাবেক পাকিস্তানি মন্ত্রীর
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ০২:৩৬ পিএম
পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আবদুল রেহমান খান কানজু দীপাবলি পালন করলেন ভারতে। তাও আবার হরিয়ানার ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল নেতা অভয় চৌতালার পরিবারের সঙ্গে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সেই দীপাবলি অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল হরিয়ানার সিরসা জেলার চৌতালা গ্রামে। সেই অনুষ্ঠানে আইএনএলডির নবনির্বাচিত দুই বিধায়ককে সংবর্ধনা দেওয়া হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএনএলডি সভাপতি তথা হরিয়ানার সাবেক মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালা। এদিকে কানজু হলেন পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) সদস্য।
সম্প্রতি সম্পন্ন হওয়া হরিয়ানা বিধানসভা নির্বাচনে অভয় সিং চৌতালার ছেলে অর্জুন চৌতালা জেতেন রায়না আসন থেকে এবং আদিত্য দেবী লাল জেতেন ডাবওয়ালি আসন থেকে। দীপাবলির অনুষ্ঠান নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভয় চৌতালা।
সেখানে তিনি লেখেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় আমাদের পৈতৃক গ্রাম চৌতালার জমিতে আমাদের প্রিয় আদিত্য দেবী লালজি এবং অর্জুন সিং চৌতালাকে স্বাগত জানাতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই বিশেষ মুহূর্ত উপলক্ষে প্রধান অতিথি হিসেবে পাকিস্তান থেকে এসেছিলেন সংসদ সদস্য আবদুল রেহমান সাহেব। তাকে স্বাগত জানানোর জন্য আমরা সমস্ত গ্রামবাসীদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তার উপস্থিতি আজকের অনুষ্ঠানকে আরও বিশেষ করে তুলেছে।’
এদিকে পাকিস্তানের লোধরান থেকে আসা কানজু হরিয়ানার বিধায়ক নির্বাচিত হওয়ায় আদিত্য ও অর্জুনকে অভিনন্দন জানিয়েছেন। দীপাবলির অনুষ্ঠানে যোগ দিতে পেরে তিনি নিজে আপ্লুত বলে জানান কানজু।
এদিকে সেই অনুষ্ঠানে উপস্থিত মানুষের উদ্দেশে বক্তৃতাও রাখেন রেহমান। সেখানে তিনি বলেন, ‘আমরা হয়তো সীমান্তের ওপারে থাকি, কিন্তু অভয় এবং ও পি চৌতালা চিরকালই আমাদের সুখে-দুঃখে আমাদের পাশে থেকেছেন। অভয় হরিয়ানার শের (সিংহ)। আমি যখন ইউটিউবে হরিয়ানা বিধানসভার কার্যক্রম দেখতাম, তখন লক্ষ্য করেছি অভয় জোর করে বিধানসভায় অনেক ইস্যুর উত্থাপন করতেন।’
তিনি আরও বলেন, ‘দীপাবলি আলোর উৎসব, যা অন্ধকার দূর করে এবং প্রার্থনা করি যাতে ঈশ্বর উভয় দেশের মানুষকে সুখ প্রদান করবেন।’ এছাড়া ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্কও যাতে ফের মধুর হয়ে ওঠে, তার পক্ষেও সওয়াল করেন আবদুল রেহমান খান কানজু।
এদিকে অভয় চৌতালা জানান, অর্জুনের বিয়ের সময় কানজু শেষবার ভারতে এসেছিলেন। এই আবহে দিওয়ালি উপলক্ষে পাক সংসদ সদস্যকে আমন্ত্রণ জানিয়েছিলেন অভয়। এদিকে অভয় চৌতলা নিজেও বহুবার পাকিস্তানে গিয়ে পাক রাজনীতিবিদ কানজুর আতিথেয়তা লাভ করেছেন বলে জানান।