মৃত ঘোষণার পরও ‘জীবিত’ নবজাতক, বাঁচানো গেল না অবহেলায়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৩:০৭ পিএম
মায়ের গর্ভ থেকে জন্মের সময় বহু শিশুর অকাল মৃত্যু হয়। প্রচুর রক্তক্ষরণ, অপুষ্টিসহ নানা কারণে এটি হয়ে থাকে। কিন্তু হাসপাতালে সদ্য ভূমিষ্ট শিশু কন্যাকে মৃত ঘোষণার পর, সেটা ‘ভুল প্রমাণ’ হয়েছে। এমন এক অদ্ভূত ঘটনা ঘটেছে ভারতের হায়দরাবাদে।
জানা গেছে, হায়দরাবাদের একটি নেতৃস্থানীয় বেসরকারি হাসপাতাল একটি নবজাতক শিশু কন্যাকে মৃত ঘোষণা করেছিল। ওই শিশুটি ২৮ অক্টোবর জন্মগ্রহণ করে। মৃত ঘোষণার পর চিকিৎসকের পরামর্শ মতে, শিশুটির বাবা-মা তাকে বাড়িতে নিয়ে যান।
কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার এমন এক কাণ্ড ঘটে যায়, তাতে অবাক হবেন যে কেউ। সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন শুক্রবার (১ নভেম্বর) জানিয়েছে, বাড়িতে শিশুটির জীবন আছে এমন লক্ষণ দেখা যায়। এমনকি শিশুটি হাত-পা নড়াচড়া করছে। তবে জাদুকরি এই আনন্দের খুব বেশি স্থায়ী হয়নি শিশুটির বাবা-মায়ের।
শিশুটির বাবা মুহাম্মদ রফিক অভিযোগ করেছেন, শিশুটিকে আবার একই হাসপাতালে নিয়ে গেলেও হাসপাতালের কর্মীরা শিশুটিকে ভর্তি করতে অস্বীকার করে। শোকাহত বাবা তখন শিশুটিকে লিয়াকত বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যান যেখানে তাকে অবিলম্বে ভর্তি করা হয় এবং তাত্ক্ষণিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। তবে তাৎক্ষণিক ও প্রয়োজনীয় চিকিৎসা ছাড়া কয়েক ঘণ্টা অতিবাহিত হওয়ায় শিশুটি বাঁচতে পারেনি।
অশ্রুসিক্ত চোখে রফিক বলেন, প্রাইভেট হাসপাতাল যদি আমার মেয়েকে সময়মতো চিকিৎসা দিত তাহলে সে বেঁচে যেতে পারত। তিনি লিয়াকত বিশ্ববিদ্যালয় হাসপাতালের মেডিকেল রিপোর্টের আলোকে স্বাস্থ্য কর্তৃপক্ষের তদন্ত দাবি করেন।
এদিকে, বেসরকারি হাসপাতালের প্রকাশিত প্রতিবেদনে তার মৃত্যুর কারণ হিসেবে কার্ডিওপালমোনারি সমস্যা উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে অ্যাপনিয়াকেও (শ্বাসপ্রশ্বাসের সাময়িক বন্ধ) গৌণ কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।