লেবানন থেকে রকেট হামলায় ইসরাইলে চার থাই শ্রমিকের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ১০:৪৯ এএম
থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মারিস সাঙ্গিয়াম্পংসা বলেছেন, লেবানন থেকে হিজবুল্লাহর রকেট হামলায় উত্তর ইসরাইলে চার থাই নাগরিক নিহত হয়েছেন।
সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে মারিস সাঙ্গিয়াম্পংসা বলেছেন, তিনি বৃহস্পতিবার মেতুলা শহরের কাছাকাছি চার থাই নাগরিকরের মৃত্যুতে গভীরভাবে দুঃখিত।
পোস্টে মারিস আরো লিখেছেন, আমি গতকাল রাতে তেল আবিবে আমাদের দূতাবাসকে নির্দেশ দিয়েছি আহতদের এবং নিহতদের পরিবারকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে এবং তাদের অপরিমেয় ক্ষতির জন্য তাদের প্রতি গভীর সমবেদনা জানাতে।
জানা গেছে, হিজবুল্লাহর হামলায় আরও একজন থাই নাগরিক আহত হয়েছেন।
মেটুলার আঞ্চলিক কাউন্সিলের প্রধান বৃহস্পতিবার গভীর রাতে জানিয়েছেন, লেবানন থেকে রকেট হামলায় পাঁচজন নিহত হয়েছে। এতে একজন ইসরাইলের স্থানীয় কৃষক এবং চারজন বিদেশী খামার শ্রমিক রয়েছে।
এই ঘটনার প্রতিক্রিয়ায়, শ্রম মন্ত্রী ফিপাট রাচাকিতপ্রাকর্ন শুক্রবার বলেছেন, তিনি মন্ত্রণালয়ের স্থায়ী সচিব বুনসোং থাপচাইউথকে তেল আবিবের শ্রম কর্মকর্তাদের সাথে সমন্বয় করতে নির্দেশ দিয়েছেন। যাতে উত্তর ইসরাইল থেকে সব থাই শ্রমিকদের দক্ষিণের দিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
থাই শ্রম মন্ত্রী ফিফাট আরো বলেছেন, তিনি শ্রম কর্মকর্তাদের সহায়তা ও ক্ষতিপূরণ দেওয়ার জন্য ক্ষতিগ্রস্তদের পরিবার পরিদর্শনের নির্দেশ দিয়েছেন।
ইসরাইলি সংবাদমাধ্যম অনুযায়ী, বৃহস্পতিবার দুটি রকেট মেটুলার কাছে খোলা মাটিতে আঘাত হানে। যার ফলে সাতজন নিহত হয়। নিহতদের মধ্যে একজন ইসরাইলি কৃষক এবং চারজন থাই শ্রমিক। বাকি দুইজনের পরিচয় উল্লেখ করা হয়নি।
ব্যারনস ডট কমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলে প্রায় ৩০ হাজার থাই শ্রমিক কাজ করে। যেখানে তাদের বেতন দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি।
হামাসের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলে বসবাসরত থাই নাগরিকরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাসের অতর্কিত হামলার ফলে কমপক্ষে ৩৯ জন থাই শ্রমিক নিহত হয়। হামলার সময় হামাসের হাতে দুই ডজনেরও বেশি বন্দি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত বছরে নভেম্বর সংক্ষিপ্ত যুদ্ধবিরতির সময়, ২৩ জন থাই নাগরিক হামাসের বন্দিদশা থেকে মুক্তি পায়।