Logo
Logo
×

আন্তর্জাতিক

ইমরান খানের বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১০:৫৩ পিএম

ইমরান খানের বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া সম্পর্কে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অবস্থান পুনর্ব্যক্ত করে জানিয়েছে, এটি পাকিস্তানের আদালতের সিদ্ধান্তের বিষয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমরা বারবার বলেছি, সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে পাকিস্তানের আদালত।

বুধবার এক প্রেস ব্রিফিংয়ে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগও প্রত্যাখ্যান করেন ওই মুখপাত্র।

তাকে ক্ষমতা থেকে সরানোর পেছনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল বলে যে অভিযোগ উঠেছে তা ‘মিথ্যা’।

সাবেক প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার পেছনে মার্কিন কূটনীতিক ডোনাল্ড লুর জড়িত থাকার কথা উল্লেখ করে এক সাংবাদিকের বক্তব্যের জবাবে মুখপাত্র এ মন্তব্য করেন।

গত বছরের আগস্ট থেকে আদিয়ালা কারাগারে বন্দি ইমরান অভিযোগ করেন, ২০২২ সালে তাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্র রয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম