Logo
Logo
×

আন্তর্জাতিক

শিখদের বিরুদ্ধে সহিংসতায় অমিত শাহ জড়িত, অভিযোগ কানাডার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ০৬:২২ পিএম

শিখদের বিরুদ্ধে সহিংসতায় অমিত শাহ জড়িত, অভিযোগ কানাডার

অমিত শাহ

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সহিংসতা এবং ভীতি প্রদর্শনে নেতৃত্ব দিচ্ছেন এমন দাবি করেছেন কানাডিয়ান কর্মকর্তারা। এক প্রতিবেদনে এ তথ্য জানায় মার্কিন সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্ট। 

কানাডার উপ-পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মরিসন মঙ্গলবার (২৯ অক্টোবর) একটি পার্লামেন্টারি প্যানেলে দ্য ওয়াশিংটন পোস্টকে তথ্য দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। 

মরিসন বলেন, সাংবাদিক আমাকে ফোন করে জানতে চান, অমিত শাহ কি সেই ব্যক্তি ছিলেন? আমি তাকে নিশ্চিত করি যে- হ্যাঁ, তিনিই সেই ব্যক্তি। তবে এ বিষয়ে কোনো প্রমাণ বা অতিরিক্ত তথ্য দেননি তিনি। তবে কানাডার এমন অভিযোগকে বরাবর-ই ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে এসেছে ভারত। 

এর আগেও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো খালিস্তানপন্থি নেতা হরদীপ সিং নিজ্জারের হত্যায় ভারতীয় এজেন্টরা জড়িত থাকার বিষয়ে জানিয়েছিলেন। 

২০২৩ সালের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী ট্রুডো কানাডার সংসদে বলেছিলেন, এই হত্যাকাণ্ডে ভারতীয় জড়িত থাকার অভিযোগ কানাডিয়ান গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে করা হয়েছে। তিনি এই ঘটনাকে কানাডার সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করেছিলেন।

এ প্রসঙ্গে ভারতের ওটাওয়াস্থ ভারতীয় হাইকমিশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

হরদীপ সিং নিজ্জারকে ২০২৩ সালের জুন মাসে ব্রিটিশ কলম্বিয়ার সারে শহরে তার নেতৃত্বাধীন শিখ মন্দিরের বাইরে দুই মুখোশধারী বন্দুকধারী গুলি করে হত্যা করে। কানাডিয়ান পুলিশ তার হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত আক্রমণ’ বলে বর্ণনা করেছে। 

শিখ নেতা হরদীপ সিং নিজ্জার ছিলেন খালিস্তান আন্দোলনের একজন সক্রিয় সমর্থক। যে আন্দোলন থেকে শিখদের জন্য একটি আলাদা রাষ্ট্রের দাবি জানিয়ে আসছে।

গত বছর কানাডায় একজন শিখ নেতার হত্যাকাণ্ড নিয়ে ভারত ও কানাডার মধ্যকার কূটনৈতিক উত্তেজনা এখন তুঙ্গে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম