Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্পের দলের নেতার বিরুদ্ধে ব্যালট পেপার চুরির মামলা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ০৫:৩০ পিএম

ট্রাম্পের দলের নেতার বিরুদ্ধে ব্যালট পেপার চুরির মামলা

সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের দলের এক নেতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে ম্যাডিসনে ব্যালট চুরির অভিযোগ আনা হয়েছে। 

ল্যারি স্যাভেজ নামের সেই নেতা রিপাবলিকান পার্টির হয়ে মার্কিন কংগ্রেস নির্বাচনে লড়ার প্রস্তুতি নিচ্ছেন।খবর রয়টার্সের। 

মঙ্গলবার ইন্ডিয়ানা পুলিশ জানিয়েছে, একটি পরীক্ষামূলক ভোটিং বুথে সিস্টেমের পরীক্ষার সময় ভোটের ব্যালট চুরির অভিযোগে এক রিপাবলিকান কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। গত ৩ অক্টোবরের ওই পরীক্ষায় চারটি ভোটিং মেশিন এবং ১৩৬টি পরীক্ষামূলক ভোটের ব্যালট ব্যবহার করা হয়। 

কর্মকর্তারা জানান, পরীক্ষার সময় দুটি ব্যালট কম পাওয়া যায়।

ঘটনাস্থলে থাকা একটি সিসিটিভি ক্যামেরার ভিডিও থেকে দেখা গেছে, ৫১ বছর বয়সী ল্যারি স্যাভেজ, পরীক্ষামূলক ব্যালট সম্পর্কে নির্দেশনার পর দুটি ব্যালট ভাঁজ করে তার পকেটে রেখেছেন। এরপর তার বিরুদ্ধে একটি তল্লাশি পরোয়ানা জারি করা হয় এবং তার বাসভবনে অভিযান চালিয়ে পুলিশ তার গাড়িতে সেই ব্যালটগুলো খুঁজে পায়।

ইন্ডিয়ানার রিপাবলিকান পার্টির যোগাযোগ শাখার পরিচালক গ্রিফিন রিড এক বিবৃতিতে বলেন, আমরা নির্বাচনে কোনো ধরনের অপরাধমূলক হস্তক্ষেপের নিঃশর্ত নিন্দা করি। আইন প্রয়োগকারী সংস্থার এই প্রচেষ্টায় আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

যুক্তরাষ্ট্রে ভোট জালিয়াতি অত্যন্ত দুর্লভ ঘটনা। তবে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলে মামলা দায়ের করেন ডোনাল্ড ট্রাম্প ও তার সমর্থকেরা। এসব মামলার বেশির ভাগই আদালত বাতিল করে দিয়েছেন। 

ট্রাম্প আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডেমোক্র্যাট পার্টির প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বিরুদ্ধে লড়বেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম