Logo
Logo
×

আন্তর্জাতিক

‘হিজবুল্লাহর’ হামলায় লেবাননে অস্ট্রিয়ার ৮ শান্তিরক্ষী আহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ১০:১০ এএম

‘হিজবুল্লাহর’ হামলায় লেবাননে অস্ট্রিয়ার ৮ শান্তিরক্ষী আহত

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী (ইউএনআইএফআইএল) জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ লেবাননের নাকোরা সদর দফতরে রকেটের আঘাতে আট শান্তিরক্ষী আহত হয়েছে। এতে হিজবুল্লাহ বা গোষ্ঠীটির সহযোগীদের দিকে অভিযোগ করা হয়েছে।

ইসরাইল দক্ষিণ লেবাননের আক্রমণ করার পর ১৯৭৮ সালে ইসরাইলের সঙ্গে থাকা দেশটির দক্ষিণাঞ্চলীয় সীমান্তে জাতিসংঘের শান্তিরক্ষীদের মোতায়েন করা হয়। এই শান্তিরক্ষী বাহিনীটি ‘ইউএন ইন্টেরিম ফোর্স ইন লেবানন’ বা ইউএনআইএফআইএল নামে পরিচিত।

বিবৃতিতে বলা হয়েছে, ‘একটি রকেট ইউএনআইএফআইএলের সদর দফতরে আঘাত হানে। এতে একটি গাড়ির ওয়ার্কশপে আগুন ধরে যায়।  রকেটটি সদর দফতরের উত্তর দিক থেকে নিক্ষেপ করা হয়, সম্ভবত এই হামলা হিজবুল্লাহ বা তাদের সহযোগী গোষ্ঠীর।’

এদিকে অস্ট্রিয়ার ফেডারেল প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে কর্মরত অস্ট্রিয়ার আট সেনা সদস্য আহত হয়েছেন। যদিও তাদের বিবৃতিতে হিজবুল্লাহর নাম নেই।

মন্ত্রণালয় ঘটনার নিন্দা করে জানিয়েছে, ‘নাকোরায় রকেট আঘাতে ইউনিফিল কন্টিনজেন্টের আট অস্ট্রিয়ান সেনা আহত হয়। তারা কেউ গুরুতর আহত নয়। কোথা থেকে এই হামলা হয়েছে তা বর্তমানে বলা সম্ভব নয়’।

আল জাজিরা বলছে, অক্টোবরের শুরু থেকে ইউএনআইএফআইএলের সদর দফতরে অন্তত ২০ দফা হামলা করেছে ইসরাইল। এমনকি তারা সরাসরি গুলিও ছুড়েছে।  ট্যাঙ্ক নিয়ে প্রবেশ করার ঘটনাও ঘটেছে। এ নিয়ে বিশ্বজুড়ে ইসরাইলের বিরুদ্ধে তীব্র সমালোচনা হয়।  তবে এবারই প্রথম হিজবুল্লাহর বিরুদ্ধে এমন অভিযোগ এল। আগের প্রত্যেকবার এ অভিযোগ উঠেছিল ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে।

জাতিসংঘের প্রতিবেদনগুলো থেকে জানা যায়, ওই এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষীদের চলাচলও নিয়মিতভাবে বাধার সম্মুখীন হচ্ছে।

ঘটনাপ্রবাহ: লেবানন ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম