Logo
Logo
×

আন্তর্জাতিক

কাশ্মীরে সেনাবাহিনীর গুলিতে নিহত ৩

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০৩:৪৩ পিএম

কাশ্মীরে সেনাবাহিনীর গুলিতে নিহত ৩

ছবি: সংগৃহীত

ভারতের কাশ্মীর অঞ্চলে তিনজনকে গুলি করে হত্যা করে দেশটির সেনাবাহিনী। এ ঘটনার কয়েক ঘণ্টা আগে অজ্ঞাত বন্দুকধারীরা সামরিক গাড়িবহরে গুলিবর্ষণ করে। খবর এএফপির।

১৯৪৭ সালে যুক্তরাজ্যের দখল থেকে স্বাধীনতা পেয়ে ভারত ও পাকিস্তান গঠনের পর মুসলিম অধ্যুষিত কাশ্মীর অঞ্চল দ্বিভাজিত হয়ে এই দুই দেশের অংশে পরিণত হয়। দীর্ঘসময় ধরে সেখানে স্বাধীনতাকামী গোষ্ঠীরা সক্রিয় রয়েছে।

পাকিস্তানের সংগে অনানুষ্ঠানিক সীমান্তরেখার কাছে দক্ষিণের পার্বত্য অঞ্চল আখনুরে সোমবার ভোরে সামরিক গাড়িবহরের ওপর বন্দুক হামলা হয়। পরে হামলাকারীদের চিহ্নিত করতে অভিযান চালায় সেনাবাহিনী। আর সেই অভিযানেই নিহত হয় তিনজন। 

ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস এক বিবৃতিতে জানিয়েছে, ‘রাতভর ঘড়ির কাটা ধরে নজরদারি চালানোর পর আজ হামলাকারীদের চিহ্নিত করার পর দুই পক্ষের মধ্যে তীব্র বন্দুকযুদ্ধ শুরু হয়। এই লড়াইয়ে আমাদের বাহিনী বড় বিজয় অর্জন করেছে। নিরলস অভিযান ও কৌশলগত দক্ষতার হাত ধরে আমরা তিনজনকে নির্মূল করতে সক্ষম হয়েছি।’

উল্লেখ্য, কাশ্মীরে বিদ্রোহ দমনে অন্তত পাঁচ লাখ সেনা মোতায়েন করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। ১৯৮৯ সাল থেকে চলমান সংঘাতে হাজার দশেক বেসামরিক ব্যক্তি, সেনা ও স্বাধীনতাকামী নিহত হয়েছেন। যার দায় পাকিস্তানকে দিয়ে আসছে ভারত। অন্যদিকে ভারতের এই অভিযোগ অস্বীকার করছে পাকিস্তান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম